Tuesday, November 25, 2025
HomeSports NewsFootballচূড়ান্ত হয়নি আইএসএলের দিনক্ষণ, রান্নায় মজেছেন নর্থইস্টের এই ডিফেন্ডার

চূড়ান্ত হয়নি আইএসএলের দিনক্ষণ, রান্নায় মজেছেন নর্থইস্টের এই ডিফেন্ডার

গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গতবার তাঁদের লড়াই করতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে ঠিক সমতায় ফিরেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর অতিরিক্ত সময় বাজিমাত করেছিল নর্থইস্ট (Northeast United FC)। সেবার প্রথম ট্রফি এসেছিল ঘরে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। পরবর্তীতে অর্থাৎ এবার ও তাঁর অন্যথা হয়নি। এবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল ডায়মন্ড হারবার এফসি। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে এই ম্যাচ জয় করে নর্থইস্ট (Northeast United FC)।

Advertisements

পাশাপাশি টানা দুইবার এই ঐতিহাসিক খেতাব জয়। এক কথায় যা বিরাট বড় পাওনা। কিন্তু পরবর্তীতে আর বজায় থাকলো না সেই ধারাবাহিকতা। এবারের সুপার কাপে কার্যত ধরাশায়ী হয়ে গেল আলাদিন আজারাইরা। একের পর এক ম্যাচে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে গ্রুপ পর্বেই। নর্থইস্ট ইউনাইটেডের এমন পারফরম্যান্স হয়তো আশা করেননি কেউ। তবে এই হতাশা ভুলে আসন্ন ফুটবল টুর্নামেন্ট তথা দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আইএসএলে ভালো পারফরম্যান্স করতে মরিয়া পাহাড়ের এই দল। কিন্তু কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট?

   

সেই উত্তর এখনও পর্যন্ত অজানা সকলের কাছেই। স্বাভাবিকভাবেই অনুশীলন বন্ধ রেখেছে অধিকাংশ ফুটবল ক্লাব। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ক্লাবে ফুটবলার। এসবের মাঝেই এবার রাঁধুনি হিসেবে ধরা দিলেন বুয়ানথাংলুন সামতে। গত বছর এই সময় ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হলেও এখনও এবার তাই স্পষ্ট হয়নি। সেজন্য, এবার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সময় কাটাতে দেখা যাচ্ছে ফুটবলারদের। বেশ কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে এই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেন তিনি। যেখানে ফ্রাই প্যানের মধ্যে খুন্তির মতো বস্তু হাতে এক প্রকার খাবার প্রস্তুত করতে দেখা যায় নর্থইস্টের এই সেন্টার ব্যাককে।

Advertisements

রীতিমত নজর কেড়েছে সকলের। এমনকি এই ভিডিওর পাশাপাশি মস্করা করে আরও মেনশন করেন ‘ নো আইএসএল’, ‘নিউ জব।’ গত আইএসএলে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও সেটা আরও বাড়িয়ে নিয়েছে জন আব্রাহামের ক্লাব। যারফলে আগামী ২০২৮ সাল পর্যন্ত দলের সঙ্গেই থাকছেন বুয়ানথাংলুন।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments