
গত ১৩ ই ডিসেম্বর কলকাতার বুকে আয়োজিত হয়েছিল প্রথম গোট কনসার্ট। গত শনিবার গভীর রাতে দ্বিতীয়বারের জন্য সিটি অফ জয়ে পা রেখেছিলেন লিওনেল মেসি। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়ে ছিল শহরের বুকে। তারপর সেদিন সকালেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল প্রথম কনসার্ট। যেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমীরা। কিন্তু মনের মতো করে মেসি সহ বাকি ফুটবলারদের দেখতে পারেননি সাধারণ জনগনের একটি বিরাট অংশ।
যারফলে ক্ষোভের সঞ্চার হয়েছিল ব্যাপকভাবে। হুলুস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল বাংলার গর্বের সল্টলেক স্টেডিয়ামে। ভাঙচুর করা হয়েছিল স্টেডিয়াম চত্বর। জলের বোতলের পাশাপাশি মাঠে উড়ে এসেছিল চেয়ার। এছাড়াও ভাঙচুর চলেছিল অনুষ্ঠানের বিভিন্ন স্থানে। সেই নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সর্বত্র। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টানা দুইদিন অনুশীলন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট মাইক্রোসফট ম্যানেজমেন্ট। অবশেষে, আজ সপ্তাহের প্রথমদিন থেকেই নিরাপত্তার মধ্যে দিয়ে যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে অনুশীলন শুরু করে সবুজ-মেরুন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছিলেন সবুজ-মেরুনের বর্তমান কোচ সার্জিও লোবেরা। তাঁর তত্ত্বাবধানেই এবার নিজেদের তৈরি করছে গোটা দল। যেখানে পাসিং ফুটবলকেই ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছেন কোচ। মনে করা হচ্ছে হোসে মোলিনার জামানার পর এবার লোবেরার জামানায় হয়তো পাসিং ফুটবলের মধ্যে দিয়েই সাফল্যের ধারা বজায় রাখতে চাইছে মেরিনার্সরা। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই অনুশীলনে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের। যা নিঃসন্দেহে ইতিবাচক সকলের কাছেই।
সুপার কাপের ব্যর্থতার পর আসন্ন ফুটবল লিগে নিজেদের ঠিক কতটা মেলে ধরতে পারেন জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেন ও আলবার্তো রদ্রিগেজরা। এখন সেটাই দেখার।










