Calcutta League: লিগের ডার্বি ম্যাচ আবহে কাঁপছে কলকাতা ময়দান

আগামী মঙ্গলবার, কলকাতা লিগের (Calcutta League) ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) রিজার্ভ টিম মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan SC)। প্রসঙ্গত, চলতি…

Mohammedan SC to face East Bengal FC

আগামী মঙ্গলবার, কলকাতা লিগের (Calcutta League) ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) রিজার্ভ টিম মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan SC)। প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ, যা ইস্টবেঙ্গল এফসি বনাম ATKমোহনবাগান দলের মধ্যে হয়েছিল ওই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।

কলকাতা লিগে লাল হলুদ ব্রিগেডের রিজার্ভ দল খেলছে। সিনিয়র দল ডার্বি ম্যাচ হেরে গিয়েছে, রিজার্ভ দল মঙ্গলবার যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে মশাল জ্বালাতে পারবে এটাই এখন লাল হলুদ সমর্থকদের মধ্যে ঘোরাফেরা করছে।কলকাতা লিগে মহামেডান টিম দুরন্ত ফর্মে রয়েছে।

কোনও গোল না খেয়ে,তিন ম্যাচে ৯ গোল বিপক্ষ দলের জালে জড়িয়েছে।বিল্ড আপ ফুটবল খেলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে এনেছে।এমন পারফরম্যান্সের কারণে ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয়ের হাতছানি সাদা কালো ব্রিগেডের সামনে।

অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ টিম কলকাতা লিগে নিজেদের শেষ ম্যাচ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে হেরে গিয়েছে।১৫ অক্টোবর এরিয়ানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।২৫ সেপ্টেম্বর খিদিরপুর এসসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে লাল হলুদ ব্রিগেড।

শেষ তিন ম্যাচে পদ্মা পাড়ের ক্লাব দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে। সিনিয়র টিম ISL টুর্নামেন্টে টানা দুম্যাচ হেরে তিন নম্বর ম্যাচে জয় পেয়েছিল,যা নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলেছিল কনস্টাটাইনের ছেলেরা।আর ISL’র চার নম্বর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে যায়।

টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। তাই অতি বড় লাল হলুদ ভক্তও আত্মবিশ্বাসী হয়ে বলতে পারছে না বিনো জর্জের ছেলেরা কলকাতা লিগের ডার্বি ম্যাচে দুরন্ত ফর্মে থাকা মহামেডান স্পোটিং ক্লাবকে হারাতে পারবে।