Tajikistan জাতীয় দলের তারকাকে দলে পেতে চাইছে কলকাতার ক্লাব

এবার মহামেডানের র‍্যাডারে তাজিকিস্তানের (Tajikistan) জাতীয় দলের ফুটবলার। সেদেশের জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে (nuruddin davronov) আসছে মরশুমে মহামেডানের হয়ে খেলতে দেখা যেতে পারে। ইতিমধ্যে…

Tajikistan national team nuruddin davronov

এবার মহামেডানের র‍্যাডারে তাজিকিস্তানের (Tajikistan) জাতীয় দলের ফুটবলার। সেদেশের জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে (nuruddin davronov) আসছে মরশুমে মহামেডানের হয়ে খেলতে দেখা যেতে পারে। ইতিমধ্যে ক্লাবের তরফে সংশ্লিষ্ট ফুটবলারের এজেন্টের সাথে যোগাযোগ করা হয়েছে। কথা বার্তা’ও এগিয়েছে অনেক দুর, কিন্তু এখনই ভারতে আসার বিষয় সম্মতি দেননি এই ফুটবলার এমনটাই জানা যাচ্ছে।

লোকোমোটিভ মস্কোর যুব দলের হয়ে পেশাদার ফুটবলের যাত্রা শুরু এই ৩১ বছর বয়সী ফুটবলারের । দেশের হয়ে এখনও অবধি ৫০ ম‍্যাচ খেলে ৮ গোল করেছেন নুরিদ্দিন।ইস্তিকললের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন তিনি, ক্লাবের হয়ে জিতেছেন – তাজিক লিগ, তাজিক কাপ, তাজিক সুপার কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ।এছাড়া তাজিকিস্তানের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে রানার্স হন।

এদিকে প্রত‍্যাশা মতো দলের কোচ চেরিনশভের সাথে আরও এক বছরের চুক্তি করলো মহামেডান।আইলিগ এনে দিতে না পারলেও রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের কোচিংয়ে গত মরশুমে দুর্দান্ত খেলেছে মহামেডান।এর আগেই শোনা গেছিলো রুশ কোচের পারফরম্যান্সে দারুণ খুশি মহামেডানের কর্মকর্তা’রা।

বছর ৫৩’এর এই কোচ বিগত দুই দশক ধরে ক্লাব এবং আন্তর্জাতিক স্তরে কোচিং করিয়েছেন। ১৯৯০ সালে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন তিনি।দায়িত্ব সামলেছিলেন স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার ক্লাবের।তার কোচিংয়ে দীর্ঘ ৪০ বছর বাদে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। ডুরান্ড কাপ ও আইলিগে রানার্স আপ হয়েছে সাদা কালো ব্রিগেড।তাই নয়া মরশুমে তার উপর’ই ভরসা রাখছেন মহামেডানের ক্লাব কর্তারা,আরও একবছর তার সাথেই চুক্তি সারলো সাদা কালো ব্রিগেড।নয়া মরশুমে তিনি কি করে দেখান, এখন সেটাই দেখার বিষয়।