East Bengal: কেরালার এই লেফট উইঙ্গারের দিকে নজর মশাল ব্রিগেডের

সময় যত এগোচ্ছে দলবদলের বাজারে ততই হইচই ফেলে দিচ্ছে লাল-হলুদ (East Bengal ) শিবির।  গত মাসের শেষের দিকে দলের নতুন কোচের নাম ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলার কে দলে সই করাতে চাইছে ইমামি ম্যানেজমেন্ট।

Bryce Brian Miranda

সময় যত এগোচ্ছে দলবদলের বাজারে ততই হইচই ফেলে দিচ্ছে লাল-হলুদ (East Bengal) শিবির।  গত মাসের শেষের দিকে দলের নতুন কোচের নাম ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলার কে দলে সই করাতে চাইছে ইমামি ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে সবথেকে বেশি উঠে আসছে ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর, চেন্নাইন এফসির তারকা ফুটবলার ইভান ভান্সপল ও কেরালা ব্লাস্টার্সের তরুন ফরোয়ার্ড রহিম আলির নাম। পাশাপাশি হায়দরাবাদ এফসির তরুন ফরোয়ার্ড সিভেরিওর নাম শোনা যাচ্ছে প্রবল ভাবে। এসবের মাঝেই উঠে এলো এবার নতুন টুইস্ট। এবার কেরালা ব্লাস্টার্সের এক তরুণ লেফট উইঙ্গারের দিকে নজর পড়ল ইমামি ইস্টবেঙ্গলের।

   

তিনি ব্রাইস মিরান্ডা। গত আইএসএলে কেরলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন তিনি। ২০২২ সালে কেরালায় সই করার পর থেকেই ব্যাপক পারফরম্যান্স দেখিয়েছেন মিরান্ডা। সব মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলে ৬০ শতাংশের ও বেশি পাসিং অ্যাকিউরিসি রেখেছিলেন বছর তেইশের এই তরুণ। লেফট উইঙ্গার হিসেবে উত্থান হলেও লেফট মিডফিল্ড ও রাইট উইঙ্গার হিসেবে ও যথেষ্ট সচল থেকেছেন স্কুল ফুটবলের এই ছাত্র।

সূত্র মারফত খবর, আগামী মরশুমে নাকি এই তারকা ফুটবলার কে দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। সেইমতো কথাবার্তা ও শুরু করা হয়েছে তার এজেন্টের সাথে। যদিও আগামী ২০২৬ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে কেরালার। এক্ষেত্রে তাকে দলে নিতে গেলে যে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ব্রাইসের মতো খেলোয়াড় লাল-হলুদে আসলে উইং যে আরো শক্তিশালী হয়ে উঠবে সেইবিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।