CFL: অসংখ্য সমর্থকের মধ্যে থেকে ট্রফি নেব: দীপেন্দু বিশ্বাস

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা IFA আনুষ্ঠানিকভাবে মহামেডান স্পোটিং ক্লাবকে ২০২২ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেনি। কিন্তু আক্ষরিক অর্থে ব্যাক টু ব্যাক দু’বার লিগ (CFL)…

Dipendu Biswas

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা IFA আনুষ্ঠানিকভাবে মহামেডান স্পোটিং ক্লাবকে ২০২২ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেনি। কিন্তু আক্ষরিক অর্থে ব্যাক টু ব্যাক দু’বার লিগ (CFL) চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান এসসি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে বড়ো ম্যাচ। এই ম্যাচে মহামেডান স্পোটিং ক্লাব মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসির।

বড় ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচের আবহে সোমবার, মহামেডান এসসির ফুটবল সচিব তথা টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস সাদা কালো ব্রিগেডের মিডিয়া টিমের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন,”দেশ স্বাধীন হওয়ার আগে মহামেডান স্পোটিং ক্লাব পর পর দুবার কলকাতা লিগ জিতেছিল।এবার স্বাধীনতার পর ফের একবার মহামেডান দলের কাছে পর পর দুবার লিগ জেতার সুযোগ রয়েছে।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ওই সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, “সাদা কালো ভক্তদের আমি দেখেছি, দলের খুব খারাপ সময়ে পাশে এসে দাঁড়াতে,ওই সময়ে মহামেডান সারা বছরে ৩-৪ টা ম্যাচ জিতছে,ঝড় বৃষ্টির মধ্যেও সমর্থকরা মাঠে এসেছে।এখন পর পর দুবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।”

ওই সাক্ষাৎকারে মহামেডান ফুটবল সচিবকে সাদা কালো শিবিরের সমর্থকদের কাছে অনুরোধ করতে শোনা গিয়েছে,”আপনারা সবাই দলে দলে মাঠে আসুন,মাঠের ক্যাপাসিটি ৮,৫০০,আমি আশা করি মাঠের ভিতরে যত লোক থাকবে, মাঠের বাইরেও তত লোক থাকবে।” এরপরেই ডার্বি ম্যাচের আগে আত্মবিশ্বাসী দীপেন্দু বিশ্বাস বিস্ফোরণ ঘটিয়ে বলেন,”অসংখ্য সমর্থকের মধ্যে থেকে ট্রফি নেবো, এটা অন্য রকম একটা ফিলিংস।”

প্রসঙ্গত,গত শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডান এসসি ৩-০ গোলে উড়িয়ে দেয় খিদিরপুর স্পোটিং ক্লাবকে। এই জয়ের পরেই দীপেন্দু বিশ্বাস সমস্ত সমালোচনার বিরুদ্ধে গর্জে উঠে বলেছিলেন, “অনেকে অনেক রকম কথা বলছে। ৫ ম্যাচ খেলে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহামেডান ক্লাব।IFA যে নিয়ম করেছে তার মধ্যে দিয়েই আমরা খেলছি,তবে আমরা চাই ইস্টবেঙ্গল ম্যাচ জিতে লিগ জিততে।” এদিনও একই আত্মপ্রত্যয় ঝড়ে পড়েছে দীপেন্দু বিশ্বাসের সাক্ষাৎকারে।