কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোটিং

ব্যাক টু ব্যাক, দেশ স্বাধীন হওয়ার পর ফের পরপর কলকাতা লিগ (Calcutta League) চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting Club)। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে…

Mohammedan Sporting Club

ব্যাক টু ব্যাক, দেশ স্বাধীন হওয়ার পর ফের পরপর কলকাতা লিগ (Calcutta League) চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting Club)। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে কলকাতা লিগের সুপার সিক্সে খেতাব দখলে রাখলো আন্দ্রে চেরনশিভের মহামেডান।

মহামেডানের ইতিহাস ও কলকাতা ফুটবল লিগ পরিসংখ্যান বলছে ১৯৪০-১৯৪১ ও ২০২১-২০২২ জোড়া বছরে লিগ চ্যাম্পিয়ন মহামেডান। ময়দানের রং সাদা-কালো

যদিও লিগ চ্যাম্পিয়নের আনন্দ দুদিন আগে থেকেই শুরু হয়। এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। ম্যাচের ৩৪ মিনিটে বিবেক সিংর গোলে লিড নেয় লাল হলুদ ব্রিগেড। গোলের জন্য মহামেডানকে খেলার অন্তিম মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়।৯০ মিনিটে ফাজলুর গোলে ম্যাচে সমতায় ফিরে আসে সাদা কালো শিবির। অতিরিক্ত ৬ মিনিটে আর কোনও গোল হয়নি।১-১ গোলে ড্র করেই রেফারি প্রতীক মণ্ডল খেলা শেষের বাঁশি বাজাতেই পর পর দুবার কলকাতা লিগ শিরোপা অর্জন করে মহামেডান এসসি।

চ্যাম্পিয়ন হওয়ার পর মহামেডান স্পোটিং ক্লাব টুইট পোস্ট করে,”আমরা 𝐔𝐍𝐁𝐄𝐀𝐓𝐄𝐍 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒!! সব দল এটা করতে পারে না…
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 দুই পিছন থেকে পিছন মৌসুমের জন্য! ১৯৪১ সাল থেকে আমাদের জন্য প্রথমবারের মতো!!
#জানজান মোহাম্মদ | #ভারতীয় ফুটবল | #CFL | #MDSEEBFC | #KolkataDerby “