Ahmed Jahouh: আগামী মরশুমে ওডিশায় খেলবেন জাহু, চূড়ান্ত করল ম্যানেজমেন্ট

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা এফসির সঙ্গে যুক্ত হলেন আহমেদ জাহু (Ahmed Jahouh)। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তার মুম্বাই ছাড়ার কথা। সেইমতো গতকাল…

Ahmed Jahouh

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওডিশা এফসির সঙ্গে যুক্ত হলেন আহমেদ জাহু (Ahmed Jahouh)। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তার মুম্বাই ছাড়ার কথা। সেইমতো গতকাল রাতে মুম্বাই সিটি এফসির অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হয়, যে আগামী মরশুমে আর তাদের দলে থাকবেন না এই তারকা। কিন্তু কোথায় খেলবেন তিনি?

আরও পড়ুন: Transfer News: ইস্টবেঙ্গল নয়, ওডিশা এফসিকে বেছে নিলেন এই তারকা ফুটবলার

   

শোনা যাচ্ছিল, আহমেদ জাহু এক দলে টানতে অনেক আগে থেকেই আসরে নেমেছিল আইএসএলের একাধিক ক্লাব। যাদের মধ্যে ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে ছিল এফসি গোয়া, কেরালা এবং ওডিশা এফসির মতো ক্লাব। তবে দলে টানার ক্ষেত্রে ওডিশার পাল্লাই ভাড়ি ছিল গত কয়েকদিন থেকে। এবার তাতেই পড়ল শিলমোহর। আজ কিছুক্ষণ ওডিশা এফসির অফিসিয়াল সাইট থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য আহমেদ জাহু কে সাইন করানো হয়েছে। যা দেখে খুশি ওডিশা সমর্থকরা।

আরও পড়ুন: Transfer Window: নন্দকুমারের পর ওডিশা এফসির তারকাকে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল

কিন্তু কেন এই দলে যোগ দিলেন জাহু? আসলে গত কয়েকদিন আগেই নতুন কোচের নাম ঘোষণা করা হয়েছে ওডিশার তরফে। সেইমতো আগামী দুইটি মরশুমের দায়িত্ব পেয়েছেন সার্জিও লোবেরা। একটা সময় তার কোচিংয়ে মুম্বাই সিটি এফসিতে খেলেছিলেন এই মরোক্কান তারকা। এমনকি তার দেখানো পথেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল মুম্বাই। পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড জয়ের খেতাব ও রয়েছে এই তারকা ফুটবলারের। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হলেও যেকোনো সময় প্রতিপক্ষের বক্সে হানা দিয়ে গোল তুলে নিতে পারেন তিনি।

আরও পড়ুন: East Bengal FC: ওডিশা এফসির এই উইঙ্গারের দিকে নজর লাল-হলুদের, কে এই ফুটবলার?

তাই আগামী মরশুমের জন্য নিজের পুরোনো ছাত্রের উপরেই ভরসা রাখলেন সার্জিও লোবেরা। পাশাপাশি নিজের আরও কিছু পুরোনো ছাত্রদের দলে ফেরানোর কাজ শুরু করেছেন লোবেরা। সব ঠিকঠাক থাকলে তারা ও যোগ দিতে শুরু করবেন এই দলে। তবে দেড়িতে হলেও এবারের দলবদলের বাজারে ওডিশা যে বিরাট ঝড় তুলেছে তা বলাই চলে।