Mohun Bagan: কলকাতা লিগে সবুজ-মেরুন শিবিরের খেলার ইস্যুতে বড় আপডেট

কলকাতা লীগে ATK মোহনবাগানের (Mohun Bagan) খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠল। জাতীয় দলের ক্যাম্পে সবুজ মেরুন শিবিরের ৯ জন ফুটবলার ডাক পেয়েছিল। ফলে কলকাতা…

ATK Mohun Bagan tactics again city AFC Cup

কলকাতা লীগে ATK মোহনবাগানের (Mohun Bagan) খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠল। জাতীয় দলের ক্যাম্পে সবুজ মেরুন শিবিরের ৯ জন ফুটবলার ডাক পেয়েছিল। ফলে কলকাতা লীগে মোহনবাগানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।আইএফএ থেকে বকেয়া অর্থের প্রথম কিস্তি দেওয়ার পরও এই ডামাডোল অব্যাহত ছিল।

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) অনুরোধ করেছিল ATK মোহনবাগানের কিছু ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছাড়া হয়। এবার আইএফএ’র ডাকে সাড়া দিয়েছে AIFF।সূত্রে খবর, সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলার লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ানকে রেখে দিয়ে সম্ভবত অন্যান্য সবুজ মেরুন ফুটবলারদের রিলিজ করে দেওয়া হতে পারে।আর এতেই কলকাতাল লীগের সুপার সিক্সে ATK মোহনবাগানের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।

যদিও আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে এখনও কিছু জানানো হয়নি।বকেয়া অর্থের প্রথম কিস্তি এবং জাতীয় দলের ক্যাম্প থেকে কিছু খেলোয়াড়রা আসলে আপত্তির কোনও জায়গা থাকার কথা নয় গঙ্গা পাড়ের ক্লাবের।

জাতীয় দলের ক্যাম্পে ৯ জন সবুজ মেরুন ফুটবলারের ডাক পড়ায় কলকাতা লীগের সুপার সিক্সে দল নামানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে ব্যর্থতা, ATK মোহনবাগান দলের গলদ সামনে এসে পড়েছে টিমের প্রতিটি সেকশনে। গলদ মেরামতের সেরা মঞ্চ হয়ে উঠতে পারে কলকাতা লীগ। কিন্তু হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শনে ইন্ডিয়ান সুপার লীগের(ISL) গুরুত্ব রয়েছে। কলকাতা লীগে শেষ পর্যন্ত বাগান হেডকোচ হুয়ান ফেরান্দো তার কোন ফুটবল বোধের পরিচয় রাখে তার দিকেই তাকিয়ে ফুটবল মহল।