Transfer Window: নন্দকুমারের পর ওডিশা এফসির তারকাকে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল

Transfer Window: আগামী দুই বছরের জন্য দলের দায়িত্ব পেয়েছেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। গত তিনবছর রবি ফাউলার থেকে শুরু করে মানলো দিয়াজ এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ও দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তবে সকলেই ব্যর্থ থেকেছেন মরশুম জুড়ে।

East Bengal Targets Odisha FC's Víctor Rodríguez After Nandakumar Signing

Transfer Window: আগামী দুই বছরের জন্য দলের দায়িত্ব পেয়েছেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত। গত তিনবছর রবি ফাউলার থেকে শুরু করে মানলো দিয়াজ এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ও দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তবে সকলেই ব্যর্থ থেকেছেন মরশুম জুড়ে।

তাই এবার টুর্নামেন্টের এই সফল স্প্যানিশ কোচের হাতে দলের দায়িত্ব দিয়ে সাফল্যের সরনীতে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সেখানেই থেমে নেই ম্যানেজমেন্ট। কোচ নির্ধারিত করার পাশাপাশি আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ ও শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল শিবির।

সেইমতো, গত মাসের মাঝামাঝি সময়েই ওডিশা এফসির অন্যতম প্রতিভাবান তারকা নন্দকুমার শেখরের সঙ্গে কথাবার্তা প্রায় অনেকটাই নিশ্চিত করে ফেলে ম্যানেজমেন্ট। তাই সব ঠিকঠাক থাকলে আগামী দুই মরশুমের জন্য মশাল ব্রিগেডে আসতে চলেছেন নন্দ। অন্যদিকে চেন্নাইন এফসির তরুন তারকা রহিম আলির সঙ্গে ও প্রায় চূড়ান্ত কথাবার্তা বলে নিয়েছে দল। পাশাপাশি বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও এবার সক্রিয় হয়ে উঠল ইমামি ইস্টবেঙ্গল। পূর্বে কোচ চূড়ান্ত করার আগে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও কার্লোস কুয়াদ্রাত কে দলের দায়িত্ব দেওয়ার যার থেকেই একেরপর এক বিদেশি ফুটবলারদের কে চুক্তি পত্র পাঠানো শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

   

এক্ষেত্রে সবার আগে রয়েছেন হায়দরাবাদ এফসির অন্যতম ভরসাযোগ্য তারকা ফুটবলার সিভেরিও। মনে করা হচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি এবার তাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেইসাথে মুম্বাই সিটি এফসির প্রাক্তন অধিনায়ক মুর্তাজা ফলের নাম ও উঠে আসতে থাকে একাধিকবার।

এবার ওডিশা এফসির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে চোখ পড়েছে লাল-হলুদের। তিনি ভিক্টর রড্রিগেজ। ওডিশা এফসিতে আসার আগে স্পেনের এলচে এফসি ও জারগোজার মতো ক্লাবে খেলেছেন তিনি। এছাড়াও আমেরিকার সিয়াটেল সাউন্ডার্সের হয়ে একটা সময় দাপিয়ে বেড়িয়েছেন বছর তেত্রিশের এই তারকা। সব মিলিয়ে প্রায় ১২টির ও বেশি ম্যাচ খেলেছেন ওডিশার জার্সিতে। এমনকি এবারের সুপার কাপ জয়ী দলে ও ছিলেন তিনি। পরের মরশুমে এই তারকা কে আনতে মরিয়া কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল।