আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলতে চান ঋত্বিক? জানালেন নিজের পরিকল্পনা

গত আইএসএল মরশুম শুরু হওয়ার পর থেকেই ঋত্বিক দাসের দিকে নজর ছিল আইএসএলের বেশকিছু ক্লাবের।

Ritwik Das

গত আইএসএল মরশুম শুরু হওয়ার পর থেকেই ঋত্বিক দাসের দিকে নজর ছিল আইএসএলের বেশকিছু ক্লাবের। সেজন্য এই টুর্নামেন্ট শেষ হতেই আগামী মরশুমের জন্য তাকে দলে টানতে ঝাঁপিয়েছে একাধিক ক্লাব।  সব মিলিয়ে এখনো পর্যন্ত নাকি পাঁচটি ক্লাবের প্রস্তাব পেয়েছেন তিনি। পাশাপাশি এই তারকা ফুটবলারের সঙ্গে নাকি চুক্তি বাড়াতে চেয়েছে পুরোনো দল জামশেদপুর এফসিও। তাহলে কোথায় যেতে চাইছেন আসানসোলের এই তারকা ফুটবলার?

এই নিয়েই গতকাল একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে ঋত্বিক বলেন, “আমার কাছে চার থেকে পাঁচটা ক্লাবের ভালো প্রস্তাব আছে। তবে আমি এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছি না। আমি এখন চুক্তি বাইরে থাকা একজন ফুটবলার। তবে আমার এজেন্ট সময় ও পরিস্থিতি বুঝে সঠিক ক্লাবের সঙ্গে আমার চুক্তি করাবে।” তবে এই রকম পরিস্থিতিতে কিভাবে শান্ত রাখছেন জামশেদপুরের এই প্রাক্তন তারকা? এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন,” বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় দলে পুরোপুরি ভাবে নিজের স্থান পাকা করে নিতে চাই। তাছাড়া আগামী বছরেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলতে চাই। সেই জন্যই নিজেকে তৈরি করার চেষ্টা চালাচ্ছি।” সেই জন্যই শট নেওয়ার পাশাপাশি সঠিক ফিনিশ করার দিকে অধিক গুরুত্ব দিচ্ছেন এই তারকা ফুটবলার।

একদিকে যখন ফুটবল মরশুম শেষে সকলেই ছুটি কাটাতে ব্যস্ত। ঠিক তখনই নিজস্ব উদ্যোগে অনুশীলন শুরু করে দিলেন গত আইএসএলের এই তৃতীয় সর্বোচ্চ স্কোরার। কখনো আসানসোল তো কখনো কলকাতার মাঠে অনুশীলনে দেখা গিয়েছে ঋত্বিক কে। তবে শুধুমাত্র আইএসএল খেলাই নয়। এবছর ভারতীয় দলের হয়েও অভিষেক হয়েছে বছর ছাব্বিশের এই ফুটবলারের। গত মাসেই ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়ামে মায়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন আসানসোলের এই বাঙালি ফুটবলার। তবে তার খেলায় যথেষ্ট খুশি ভারতীয় কোচ ইগর স্টিমাচ।

বলাবাহুল্য, গত বছর জামশেদপুর এফসির আইএসএল লিগশিল্ডের শিরোপা জেতার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঋত্বিক দাস সহ চিমা চুকুর মতো ফুটবলাররা। তবে এবারের মরশুমে লিগে টেবিলের একেবারে শেষে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছিল তাদের। পরবর্তী সময় বুথরয়ডের হাত ধরে সুপার কাপের সেমিফাইনালে সুযোগ করে নিলেও সেখানে পরাজিত হয়ে ফিরে আসতে হয় জামশেদপুর কে। তবে আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠনের ক্ষেত্রে ঋত্বিকের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে ক্লাব।