Transfer Rumors: মোহনবাগানে খেলার পথে ছিলেন ইনিয়েস্তা!

দল বদলের বাজারে (Transfer Rumors) কিছুই অসম্ভব নয়। যারা দীর্ঘ দিন ময়দানের সঙ্গে যুক্ত তারা খুব ভালো করে জানেন যে কোনো মুহূর্তে পাওয়া যেতে পারে…

Andres Iniesta

short-samachar

দল বদলের বাজারে (Transfer Rumors) কিছুই অসম্ভব নয়। যারা দীর্ঘ দিন ময়দানের সঙ্গে যুক্ত তারা খুব ভালো করে জানেন যে কোনো মুহূর্তে পাওয়া যেতে পারে চমক। তেমনই একটি চমকপ্রদ তথ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। আন্দ্রে ইনিয়েস্তা (Football Maestro Andres Iniesta) নাকি মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে সই করার খুব কাছে ছিলেন!

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। ভারতে সবুজ মেরুন জার্সি পরে খেলার ব্যাপারে বার্সেলোনা কিংবদন্তি উৎসাহী ছিলেন বলে এখন জানা যাচ্ছে। আর্থিক দাবিদাওয়া পূর্ণ হলেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়তো পূর্ণতা লাভ করতো। কিন্তু তাঁর আর্থিক চাহিদা অনেকটাই বেশি ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহনবাগানের হয়ে খেলার জন্য আট মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিলেন ইনিয়েস্তা। যা কোনো ভারতীয় ক্লাবের পক্ষেই দেওয়া সম্ভব নয়। মোহনবাগানের পক্ষেও এই দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। বিনয়ের সঙ্গেই বার্সা কিংবদন্তিকে না বলতে হয় ম্যানেজমেন্টকে।

ইনিয়েস্তা ঠিক কতো টাকা দাবি করেছিলেন?
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ভারতীয় মুদ্রায় তিনি প্রায় ৬৬ কোটি টাকা দাবি করেছিলেন। জাপানের ক্লাবের হয়ে চুক্তির মেয়াদ সম্পন্ন হওয়ার পরেই নাকি বাগানের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইনিয়েস্তা।

বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগে সবথেকে দামী ফুটবলার সম্ভবত জেসন কামিন্স। তার ট্রান্সফার ফি’র থেকে প্রায় ৬-৭ গুণ বেশি অর্থ দাবি করেছিলেন ইনিয়েস্তা।