Football : ২৩ বছর বয়সী অবনীত ভারতী সই করলেন কিরগিজস্তানের ক্লাবে

তেইশ বছর বয়সেই দারুণ পারফরম্যান্স (Football)। নতুন দল পেলেন অবনীত ভারতী। কিরগিজস্তানের প্রথম সারির ক্লাবে তিনি সই করেছেন। জানা গিয়েছে, চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় ডিভিশনের একটি…

Football : ২৩ বছর বয়সী অবনীত ভারতী সই করলেন কিরগিজস্তানের ক্লাবে

তেইশ বছর বয়সেই দারুণ পারফরম্যান্স (Football)। নতুন দল পেলেন অবনীত ভারতী। কিরগিজস্তানের প্রথম সারির ক্লাবে তিনি সই করেছেন।

জানা গিয়েছে, চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে খেলতেন অবনীত ভারতী। সেই ক্লাবের এর হয়ে নথিভুক্ত তাঁর নাম। সেখান থেকে লোনে নিয়েছে কিরগিজ ক্লাবটি। কিরগিজস্তানের প্রথম ডিভিশনের ক্লাব তালান্ট দলে নিয়েছে তাঁকে।

   
Football
নতুন দলের জার্সি হাতে অবনীত ভারতী।

সম্প্রতি আলোচনায় রয়েছে ভারতীয় বংশদ্ভুত অনিকেত ভারতীর নাম। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা তাঁকে ভারতীয় ক্লাবে খেলার প্রস্তাব দিয়েছিল অতীতে। তিনি সম্মতি জানাননি। গত মাসে কলম্বিয়ার দ্বিতীয় ডিভিশনের ক্লাব ওর্সমার্সোতে যোগ দিয়েছিলেন তিনি। অনিকেত ভারতীর খেলা দেখে খুশি হয়েছিলেন দলের কোচ। এরপর ভারতীয় বংশোদ্ভূত এই প্রতিভাকে প্রথম দলের জন্য ভাবা হয়।

পোল্যান্ডের একটি ক্লাবের হাত ধরে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন অনিকেত। পরে পোল্যান্ডের অন্য একটি ক্লাবে সই করেছিলেন। সেখানেও তাঁর স্কিল মুগ্ধ করেছিল সকলকে।