Florentin Pogba: ডুরান্ড দেখেই ভাগ্য নির্ধারণ পোগবার, কী ভাবছেন ফেরেন্দো?

কামিন্স বাইরে আসার আগেই পাশের গেট দিয়ে সকলকে চমকে দিয়ে চলে আসেন ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba)। যাকে দেখে একেবারে চমকে যান মোহনবাগান সমর্থকরা।

Florentine Pogba

নয়া ফুটবল মরশুমে একজন দক্ষ স্ট্রাইকারের অভাব ঘোচাতে এবার দলে আনা হয়েছে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। গত কয়েকমাস তাকে নিয়ে টালমাটাল পরিস্থিতি চলার পর অবশেষে কিছুদিন আগে সরকারিভাবে দলের তরফ থেকে ঘোষণা করা হয় অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা এই তারকা ফুটবলারের নাম। তারপর থেকেই কামিন্সের আশার অপেক্ষায় দিন গুনতে শুরু করে আপামর মোহনবাগান জনতা।

শেষ পর্যন্ত গত শুক্রবা ভোররাতে কলকাতা বিমানবন্দরে নামেন সেন্ট্রালকোস্ট মেরিনার্সের এই গোলমেশিন। তাকে বরন করে নেওয়ার জন্য সমর্থকদের অপেক্ষা ছিল অনেকক্ষণ। তবে কামিন্স বেরোনোর আগে দেখা দেয় নতুন টুইস্ট। কামিন্স বাইরে আসার আগেই পাশের গেট দিয়ে সকলকে চমকে দিয়ে চলে আসেন ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba)। যাকে দেখে একেবারে চমকে যান মোহনবাগান সমর্থকরা। তবে তাকে বরন করতে কোনোরকমের ক্রুটি রাখেনি মোহনবাগান জনতা।

আসলে, গত ফুটবল সিজেনে চোটের জন্য খুব একটা খেলতে পারেননি পল পোগবার এই দাদা। যারফলে, হতাশ হয়ে ফিরে যেতে হয়েছিল নিজের দেশে। অনেকেই মনে করেছিলেন আর হয়ত ফিরবেন না এই ফুটবলার। তাছাড়া নতুন মরশুমে দল গঠনের সময় একাধিকবার একাধিক ফুটবলারের নাম উঠে আসতে শুরু করলেও কখনোই সামনে আসেনি পোগবার নাম।

তবে এই অপ্রত্যাশিত আগমনে আবারও যেন নতুন করে অঙ্ক মিলাতে বসেছে মেরিনার্সরা। কিন্তু এবারের এই তারকা ফুটবলারকে নিয়ে কি ভাবছেন বাগান কোচ? চুক্তিপত্র অনুযায়ী, এখনো পর্যন্ত সবুজ-মেরুন শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে রয়েছেন পোগবা। আগামী ২০২৪ সালের মে মাস পর্যন্ত মোহনবাগান সুপারজায়ান্টস দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার। তাছাড়া দলের ফুটবলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও নাকি অন্যান্য খেলোয়াড়দের সাথে রয়েছেন পোগবা।

তবে এখনি পর্যন্ত তাকে রিলিজ করে দেওয়ার ব্যাপারে দলের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও আসন্ন ডুরান্ড কাপ দেখেই নাকি বিবেচনা করা হবে তার কথা। অর্থাৎ আগত ডুরান্ড কাপের ম্যাচ গুলিতে তার পারফরম্যান্স দেখেই নাকি আসন্ন হিরো আইএসএলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। এমনটাই শোনা যাচ্ছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে।