Shreyas Iyer : বিতর্কের পর অবশেষে রঞ্জি খেলবেন ‘ফিট’ শ্রেয়স আইয়ার

ক্রমাগত চোটের সমস্যায় ভুগছিল ভারতীয় দল। যে কারণে আসন্ন আইপিএল মরশুমে অনেক ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে পিঠের ব্যথার কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজ…

Shreyas Iyer

ক্রমাগত চোটের সমস্যায় ভুগছিল ভারতীয় দল। যে কারণে আসন্ন আইপিএল মরশুমে অনেক ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে পিঠের ব্যথার কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এখন ফিট। আইয়ার ২০২৪ রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) সেমিফাইনালে ফিরতে চলেছেন। এ জন্য মুম্বই (Mumbai) দল প্রকাশ করেছে। আইয়ারের প্রত্যাবর্তনে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও (KKR) স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

মুম্বই দল কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে ম্যাচ খেলেছিল। কিন্তু এই ম্যাচের নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও শেষ চারে জায়গা করে নিয়েছে ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে সেমিফাইনালের টিকিট পায় দল। এরপরর সেমিফাইনাল স্কোয়াড প্রকাশিত করে মুম্বই। তখন থেকে শুরু হয়েছিল শ্রেয়স আইয়ারকে নিয়ে জল্পনা। অনেকে এমনটাও অনুমান করছিলেন যে শুধুমাত্র আইপিএল খেলার জন্য নিজেকে সরিয়ে রেখেছেন আইয়ার। এরপর প্রকাশ্যে আসে এনসিএ’র রিপোর্ট। রিপোর্টে আইয়ারকে ফিট বলা হয়েছিল।

চোট সমস্যার কারণে মুম্বইয়ের হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তারকা অলরাউন্ডার শিবম দুবেও চোটের কারণে দলের হয়ে এই ম্যাচ খেলেননি। আইয়ার দলে এসেছেন কিন্তু দুবে ফিরতে পারেননি। সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন শিবম দুবে। সম্প্রতিতম খবর, আইয়ার সম্পূর্ণ ফিট এবং সেমিফাইনাল ম্যাচে নামার জন্য প্রস্তুত।

মুম্বইয়ের এই দলে তারকা ক্রিকেটারদের অভাব নেই। অজিঙ্ক রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, শার্দুল ঠাকুর এবং ধাওয়াল কুলকার্নির মতো খেলোয়াড়রা ইতিমধ্যেই দলে রয়েছেন। এবার দলের সঙ্গে যোগ দিলেন শ্রেয়স আইয়ারও। মুম্বইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে ১০ ও ১১ নম্বর খেলোয়াড় তনুশ কোটিয়ান ও তুষার দেশপান্ডে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস রচনা করেছেন।

মুম্বইয়ের পূর্ণাঙ্গ স্কোয়াড

আজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, ভূপেন লালওয়ানি, আমোঘ ভটকল, মুশির খান, প্রসাদ পাওয়ার, হার্দিক তামোরে, শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধুমাল, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্থি, রয়স্টন ডায়াস, ধাওয়াল কুলকার্নি।