ম্যাচ চলাকালীন গুলিবর্ষণ, ফের লজ্জার মুখে ক্রিস গেইলের শহর

একদা এই শহরই জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় পাওয়ার হিটারদের। এছাড়াও জ্যামাইকার রাজধানী কিংস্টন শহর থেকেই উঠে এসে ওয়েস্ট ইন্ডিজকে পরস্পর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন…

Firing During Football Match in Jamaica: 5 Killed, Several Injured

একদা এই শহরই জন্ম দিয়েছে বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় পাওয়ার হিটারদের। এছাড়াও জ্যামাইকার রাজধানী কিংস্টন শহর থেকেই উঠে এসে ওয়েস্ট ইন্ডিজকে পরস্পর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথমবার ১০ হাজার রান করা কিংবদন্তি ব্যাক্তিত্ত্ব ক্রিস গেইলের জন্মও এখানে। তবে এবার সেই ক্রিস গেইলের শহরেই জন্ম নিল নতুন বিতর্ক। ২০০৫ সালের পর আবার কিংস্টনে আবার কোনো ম্যাচ চলাকালীন গুলিবর্ষণের (Firing During Football Match In Jamaica) বিরল নজির সামনে এসেছে।

জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকেই পুরো ঘটনাটির সূত্রপাত ঘটে। একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ চলাকালীন ব্যাপক গুলি চালনার ঘটনা ঘটে, যেখানে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই নৃশংস ঘটনা ঘটার পর স্থানীয় পুলিশ তৎপর হয়ে তদন্তে নেমেছে।

   

পুলিশ জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর) রাতে কিংস্টনের প্লেজেন্ট হাইটস এলাকায় ফুটবল ম্যাচ চলাকালীন এই গুলি চালনা হয়। তাদের ধারণা, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলাফল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তবে পুলিশি তৎপরতা শুরু হলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গ্যাং ওয়ার থেকেই এই গুলি চালনার সূত্রপাত হতে পারে। ঘটনাটি ঘটার পরপরই পুলিশ ঐ এলাকায় ৪৮ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে।

বাতিল রাহুল ? ভারতীয় তারকাকে নিয়ে ‘বিস্ফোরক’ গম্ভীর

এটি প্রথমবার নয়, যখন জ্যামাইকায় ফুটবল ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটেছে। অতীতে বিভিন্ন ফুটবল ম্যাচের সময়েও এই ধরনের সহিংসতা দেখা গেছে। কিংস্টন পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মাঠ বদলের পর এবার ঘূর্ণিঝড় ‘দানা’ কে নিয়ে আশংকায় বাংলা ব্রিগেড

এ ধরনের সহিংস ঘটনার একটি সাম্প্রতিক উদাহরণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে, যেখানে রাগবি দলের বিজয় উদযাপনের সময় গুলি চালানো হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য যে জ্যামাইকার ইতিহাসে এই ধরনের ঘটনা (Firing During Football Match In Jamaica) প্রথম নয়। এর আগে ২০০৫ সালেও একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন জামাইকাবাসী। তবে ক্রমাগত এই ধরনের সহিংস ঘটনার কারণে ফুটবল ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এছাড়াও নিজ শহরে এই ধরনের বড় মাপের ঘটনা ঘটলেও এখনও অবধি এবিষয়ে কোনো পোস্ট করেননি প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। আপাতত আমেরিকায় ছুটি কাটাচ্ছেন তিনি।