Roy Krishna: রয় কৃষ্ণার দেশে এখন খুশির জোয়ার

ভারতের মতো ফিজিতেও এখন অকাল উৎসব। সৌজন্যে ফুটবল। সাফ টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। রয় কৃষ্ণার (Roy Krishna) দেশের নাম উজ্জ্বল করছেন সে দেশের মেয়েরা।

roy krishna

ভারতের মতো ফিজিতেও এখন অকাল উৎসব। সৌজন্যে ফুটবল। সাফ টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। রয় কৃষ্ণার (Roy Krishna) দেশের নাম উজ্জ্বল করছেন সে দেশের মেয়েরা। দেশের সাফল্যের দিনে খুশি রয় নিজেও। সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন নিজের মনোভাব।

OFC U19 মেয়েদের চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত দুরন্ত খেলেছে ফিজি। ফাইনালে উঠেছে ফিজির জুনিয়র মেয়েদের দল। সেরার খেতাব ছোঁয়া থেকে আর এক ধাপ দূরে রয়েছে তারা। সেমিফাইনালের শেষ বাঁশির পর মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেছে ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন। সেমিফাইনালের হার্ডল অতিক্রম করার পরেই ফুটবলাররা উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ঢুকে পড়েছিলেন মাঠে।

দল ফাইনালের ওঠার মুহূর্তের ফুটেজ নিজের ওয়ালে শেয়ার করেছেন রয় কৃষ্ণা। পরপর দুটি ভিডিও নিজের ওয়ালে তিনি শেয়ার করেছেন। প্রথমে শেয়ার করার ভিডিওর ক্যাপশনে তিনি দিয়েছেন হাততালি দেওয়ার একাধিক ইমজি। এরপরের ভিডিওতে অন্তিম ম্যাচের জন্য ফিজির U19 মেয়েদের দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisements

এই শনিবার ফাইনাল ম্যাচ। তার আগে ফিজির মেয়েদের এই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। দল টুর্নামেন্টে সেরার সেরা হবে বলে নিশ্চই আশা করছেন ফিজির বাসিন্দারা। দ্বিতীয় ভিডিওটি শেয়ার করে রয় কৃষ্ণা তার ক্যাপশনে লিখেছেন, আমাদের মেয়েদের জন্য সত্যি গর্ব হচ্ছে। অনূর্ধ্ব ২০ মেয়েদের বিশ্বকাপ থেকে আমরা আর এক কদম দূরে রয়েছি।