Mohun Bagan SG: এএফসি কাপের ম্যাচে কবে নামবে মোহনবাগান? জেনে নিন

গত মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে ঘুরে দাঁড়ায় হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (Mohun Bagan SG)।

Mohun Bagan SG

গত মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে ঘুরে দাঁড়ায় হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (Mohun Bagan SG)। মূলত হিরো আইএসএলের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্স কে হারানোর পর থেকে একেবারে অন্য ছন্দে ধরা দেয় সবুজ-মেরুন শিবির। তারপর থেকে ম্যাচ যতই এগিয়েছে তত নিজেদের প্রভাব বিস্তার করেছে বাগান ব্রিগেড।

যারফলে পরবর্তীতে টুর্নামেন্টের নক আউট পর্বে ওডিশা এফসি থেকে শুরু করে ট্রাইবেকারের মাধ্যমে সেমিফাইনালে হায়দরাবাদ কে পরাজিত করে ফাইনালে চলে যায় বাগান শিবির। তারপর সেখানে ও ট্রাইবেকার থেকে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় কলকাতার এই প্রধান। তবে এবার লড়াই আরও বড়।

   

নতুন মরশুমে হিরো আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ম্যাচে ও খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো জোড় কদমে ঘর গোছাচ্ছে সবুজ-মেরুন। আগত সিজনের কথা মাথায় রেখে অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকু কে সই করিয়েছে মোহনবাগান।

আসলে সুযোগ বুঝে গোল তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য ফেরেন্দোর। আসলে গত মরশুমে একজন সেন্টার ফরোয়ার্ডের অভাব যথেষ্ট ভুগিয়েছে দলকে। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে হুগো বুমোস দলে থাকলেও আদতে কেউ তারা স্ট্রাইকার নন। তাই বহু গোলের সুযোগ নষ্ট হয়েছিল তাদের। কিন্তু এবার তেমন কিছু হতে দিতে নারাজ ফেরেন্দো।

সেইভাবেই সাজানো হয়েছে সমস্ত কিছু। তাছাড়া আগত এএফসি কাপে এশিয়ার শক্তিশালী দল গুলিকে হারানোই অন্যতম লক্ষ্য তাদের। কিন্তু তার আগে আগামী ১৬ ই আগস্ট এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচে খেলতে হবে মনবীর-লিস্টনদের। এক্ষেত্রে মাচিন্দা এফসি ও পারো এফসির ম্যাচের বিজয়ীদের সাথে খেলতে হবে মোহনবাগান সুপারজায়ান্টস কে।