ভারতীয় রেফারিদের জন্য এবার বিশেষ পরিকল্পনা ফিফার

গত বেশকিছু ফুটবল মরশুম ধরেই রেফারিং ইস্যু নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে ভারতীয় ক্লাব ফুটবল (Indian football)। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে পরবর্তীতে আইলিগের মতো…

Indian Referees

গত বেশকিছু ফুটবল মরশুম ধরেই রেফারিং ইস্যু নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে ভারতীয় ক্লাব ফুটবল (Indian football)। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে পরবর্তীতে আইলিগের মতো ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে ও দেখা দিয়েছে একাধিক সমস্যা। সবক্ষেত্রেই নিম্নমানের রেফারিংয়ের অভিযোগ উঠেছে একাধিকবার। এই নিয়ে একাধিক ফুটবল ক্লাব গুলির তরফ থেকে বিভিন্ন সময়ে ফেডারেশনে দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। যারফলে, শেষ পর্যন্ত শক্ত হাতে হাল ধরতে হয় ফিফার তরফ থেকে। দেশের রেফারিংয়ের মান উন্নত করার লক্ষ্যে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা।

উল্লেখ্য, গত আইএসএল ফুটবল সিজনেম বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স ম্যাচে সুনীল ছেত্রীর গোল নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। আসলে, রেফারির তরফ থেকে সেটিকে গোল হিসেবে বিবেচনা করা হলেও তা মানতে চায়নি কেরালা ফুটবল দল। যার প্রতিবাদ জানাতে মাঠ থেকে দল তুলে নেয় কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ। পরবর্তীতে এফএসডিএল কর্তাদের পাশাপাশি ম্যাচ কমিশনারেটের তরফ থেকে মাঠে আসার অনুরোধ করা হলেও তাতে রাজে হয়নি দক্ষিণের এই ফুটবল দল। কিছু সময় পরেই খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি।

   

উল্টে শাস্তি পেতে হয় সেই ফুটবল দলকে। পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানা করা হয় কোচ ইভান ভুকোমানোভিচ সহ ক্লাবকে। তবে সেখানেই শেষ নয়। এবছর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে একের পর এক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। বিশেষ করে মোহনবাগান ও মুম্বাই ম্যাচ নিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। পরবর্তীতে কলকাতা লিগেও দেখা যায় সেই ছবি। এমনকি এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু ম্যাচে রেফারির পেনাল্টি বাতিল হোক কিংবা সুনীল ছেত্রীর পেনাল্টির সিদ্ধান্ত সবক্ষেত্রেই জঘন্য রেফারিংয়ের অভিযোগ তোলা হয় লাল-হলুদের তরফ থেকে। তাই সবকিছু মাথায় রেখেই গত কয়েকমাস আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর হয় ফিফা প্রেসিডেন্টের। যেখানে ভারতীয় রেফারিদের মান উন্নত করার লক্ষ্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। তবে এবার যুক্ত হল ভিএআর প্রযুক্তি।

স্বচ্ছ রেফারিংয়ের কথা মাথায় রেখে ভারতীয় ফুটবলের সঙ্গে এবার ভিএআর প্রযুক্তি যুক্ত হতে চলেছে দেশের প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের ক্ষেত্রে। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ ও আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে। তবে এখনি আসছে না এই প্রযুক্তি। আগামী ২০২৫-২৬ মরশুম থেকে এই দুই ফুটবল টুর্নামেন্টে লাগু হতে চলেছে এই নয়া প্রযুক্তি। এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে।