Fifa ban India : নির্বাসন প্রত্যাহারের সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নির্বাসনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষিতে ভারতে অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন ঘিরে অনিশ্চিতা দেখা দিয়েছে।…

Fifa ban India

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নির্বাসনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষিতে ভারতে অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন ঘিরে অনিশ্চিতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সুপ্রীম কোর্ট নিযুক্ত প্রশাসক মণ্ডলী নিয়ে ফিফা কড়া অবস্থান নিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে(এআইএফএফ) তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা মোটেও লঘু করে দেখে নি। আর তাই নির্বাসনের খাড়া নামিয়েছে ফিফাভারতীয় ফুটবলের ওপরে।

এমন আবহে সলিসিটর জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এসজি বলেন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণক ও ফিফার মধ্যে কথাবার্তা হয়েছে এবং নিষেধাজ্ঞা বলবৎ করা নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট সরকারকে সক্রিয় ভূমিকা নিতে বলেছে যাতে ফিফা স্থগিতাদেশ তুলে নেয় এবং ভারত অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারে।

প্রসঙ্গত, ফিফা গত মঙ্গলবার সকালে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে,কারণ দেশের ফুটবল ফেডারেশনে সুপ্রীম কোর্ট নিযুক্ত প্রশাসক মণ্ডলী বহাল আছে,যা ফিফার আইনের পরিপহ্নী। এহেন অবস্থায় এআইএফএফে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত কমিটি গঠনের হাত ধরেই নির্বাসনের খাড়া উঠতে পারে। একমাত্র ফেডারেশনে নির্বাচনই আশু এই সমস্যার সমাধানের এক এবং একমাত্র রাস্তা।

নির্বাসনের গুঁতোয় আসন্ন অক্টোবর মাসের ১১-৩০ তারিখ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছিলো তা ভারতে হওয়া নিয়ে অনিশ্চিতা তৈরি হয়েছে। এরই সঙ্গে, ভারতীয় জাতীয় দল জুনে এএফসির মূলপর্বে কোয়ালিফাই করেছিলো আগামী বছর তাও খেলতে পারবে না। ক্লাব হিসেবে ATK মোহনবাগান এএফসি কাপে যতটা পথ অতিক্রম করেছিলো সেই খানেই থেমে যেতে হবে, কারণ এএফসি কাপে ভারতীয় কোনো ক্লাবও আর অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আগামী ৬ অক্টোবর

এএফসি কাপে সবুজ মেরুন ব্রিগেডের ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে টানাপোড়েন। সব মিলিয়ে অনিশ্চয়তার সঙ্গে ভারতীয় ফুটবলের আকাশে যে কালো ঘন মেঘ ঘনীভূত হয়েছে ওই আকাশে সামান্য হলেও আশার আলো ফুটে উঠেছে।