FIFA BAN India: ভারতীয় ফুটবলকে ‍‘খুন’ করলেন প্রফুল্ল প্যাটেল: Frustrated Indian

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার সকাল থেকে এই খবর চাউর হতেই দেশের অগণিত ফুটবল ভক্তদলের মাথায় হাত।…

praful patel

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার সকাল থেকে এই খবর চাউর হতেই দেশের অগণিত ফুটবল ভক্তদলের মাথায় হাত। এখন কি হবে? এই প্রশ্নটাই এই মুহুর্তে ঘুরপাক খাচ্ছে ভারতীয় ফুটবল আঙিনায়।এই আবহে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলকে কাঠগড়ায় তুলেছে দেশের ফুটবল ভক্তকুল।

সামাজিক মাধ্যম টুইটার জুড়ে এখন শুধুই “ভারতীয় ফুটবলের হত্যাকারী প্রফুল্ল প্যাটেল,ফিফা সবেমাত্র ডেথ সার্টিফিকেট ছাপিয়েছে,” এমন তির্যক আক্রমণের তীর ক্রমেই ধেয়ে চলেছে প্রফুল্ল প্যাটেলকে লক্ষ্য করে। এই নিয়ে টুইটারে একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং এই পোস্টের প্রতিক্রিয়াতে ভারতের ফুটবল প্রেমিরা প্রফুল্ল প্যাটেলকে নিশানা করে একের পর এক রিটুইট করেই চলেছে।

   

prasann dangi রিটুইটর করেছে, “@প্রফুল্ল_প্যাটেল ভারতীয় ফুটবলকে খুন করলে @Anurag_Office কে কি ঘটছে তা বিবেচনা করা উচিত ছিল। অনেক দিন ধরে @FIFAcom ভারতকে পরিবর্তন করতে বলছে।”আবার উড়তা তীর নামের এক টুইটার হ্যান্ডলার ভারতকে বিশ্ব ফুটবল থেকে নির্বাসিত করা প্রসঙ্গে রিটুইট,”মেঘে রূপালী আস্তরণ…ভারত কিছু সময়ের জন্য ফিফা বিশ্বকাপ আয়োজন করবে না .. 🙏”Bemused Bong নিজের টুইটার হ্যান্ডেল থেকে রিটুইট করেছে,”মিঃ প্যাটেলকে ভারত থেকে বের করে দেওয়া উচিত।”
একইভাবে, Noob Master রিটুইট করেছে,”কি লজ্জা” আবার লেখার অযোগ্য ভাষাতে sumit chougule রিটুইট করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “ফিফা এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না। কর্তৃপক্ষের উচিত এই সমস্যার আরও ভাল সমাধান নিয়ে আসা। আমি আশা করি ভারতীয় ফুটবল এতে ক্ষতিগ্রস্ত হবে না।” কুশল দাস ভারতীয় ফুটবল সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করলেও এতে যে চিড়ে ভিজবে না তা সামাজিক মাধ্যমে একের পর এক রিটুইট সঙ্গে প্রাক্তন খেলোয়াড় সহ দেশের ফুটবল ভক্তদের হাহুতাশ থেকে পরিষ্কার ঝড়ে পড়ছে।