Emami EB Vs DHFC : জার্সি নম্বর ছাড়াই মাঠে নেমে গেলো ইস্টবেঙ্গল

নৈহাটিতে বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-ডায়মন্ডহারবার এফসি’র (Emami EB Vs DHFC) মধ্যে আয়োজিত প্রদর্শনী ম‍্যাচ’কে কেন্দ্র করে দর্শক উন্মাদনা আলাদা মার্গ ছুঁয়েছিলো মঙ্গলবার। স্টেডিয়াম চত্বরে দুই দলের…

Emami EB Vs DHFC

নৈহাটিতে বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-ডায়মন্ডহারবার এফসি’র (Emami EB Vs DHFC) মধ্যে আয়োজিত প্রদর্শনী ম‍্যাচ’কে কেন্দ্র করে দর্শক উন্মাদনা আলাদা মার্গ ছুঁয়েছিলো মঙ্গলবার। স্টেডিয়াম চত্বরে দুই দলের টিম বাস পৌঁছতেই দর্শকদের উন্মাদনা আরও দ্বিগুণ হয়।

এদিনের ম‍্যাচে অধিকাংশ রিজার্ভ বেঞ্চের ফুটবলার’দের নিয়ে দল সাজিয়েছিলো লাল হলুদ ব্রিগেড।রিজার্ভ বেঞ্চ থেকে দলের সহকারী কোচ বিনো জর্জ দলের তদারকি করেছে এদিন।দলের হেড কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন ভিআইপি বক্সে খেলা দেখলেন।

প্রীতি ম্যাচ হলেও দুই দলের সমর্থকে ঠাসা ছিলো গ‍্যালারি।নজরে এসেছে বেশ কিছু চমকপ্রদ ব‍্যানার। তারমধ্যে নজর কেড়েছে ভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে ফিফার নির্বাসন তুলে নেওয়ার আর্জি’র ব‍্যানার।

বেশ মনোরম পরিস্থিতির মধ্যে তাল কাটলো ইস্টবেঙ্গলের জার্সি ।কারণ যে জার্সি পরে ইস্টবেঙ্গল এদিন খেলতে নেমেছিলো তাতে কোনও নম্বর লেখা ছিলো না। এরফলে ম‍্যাচ পরিচালনার দায়িত্ব থাকা রেফারি থেকে ম‍্যাচ সম্প্রচার কারী সংস্থা, সবাইকেই সমস্যায় পরতে হয়।এরপর সংগঠক’দের তরফে সমস্যা মেটাতে নম্বর লেখা বিফ দেওয়া হয় লাল হলুদের ফুটবলার’দের,কিন্তু তা পরে মাঠে নামতে রাজি হয়নি ইস্টবেঙ্গল।তবে এরজন্য দর্শকদের ম‍্যাচ উপভোগ করতে কোনও রকম সমস্যা হয়নি।