মঙ্গলবার ফিফা (Fifa) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করার পর সমস্যা মেটাতে দ্রুত কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার।দেশের ফুটবল সংস্থা’কে কেন্দ্র করে তৈরী হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল তাদের তরফে। বুধবার (১৭ ই আগষ্ট) অর্থাৎ আজ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, ফের তা পিছিয়ে ২২ শে আগষ্ট করে দেওয়া হয়েছে।
এদিকে,কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য খানিকটা আশ্বস্ত করতে পারে ভারতের ফুটবল সমর্থক’দের।তিনি বলেছেন মঙ্গলবার’ই কেন্দ্রের তরফে ফিফার সাথে কেন্দ্রের তরফে যোগাযোগ করা হয়েছিল ।কেন্দ্র খুব দ্রুত এই সমস্যা মিটিয়ে দেবে বলে আশাবাদী বলেই নাকি জানিয়েছে।
এই বক্তব্য শোনার পর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়।জানিয়ে দেওয়া হবে আগামী সোমবার এই মামলার শুনানির কথা।
বিচারপতি’র বেঞ্চ’ও এই নির্বাসন কিভাবে তুলে দেওয়া যায়, তা নিয়ে খুব চিন্তিত।কারণ এবছর মেয়েদের অনূর্ধ-১৭ বিশ্বকাপ এদেশে আয়োজন হওয়ার কথা।তবে বিচারপতিরা কেন্দ্রের সলিসিটর জেনারেলের কথা শুনে আশ্বস্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে।তাই সমস্যা সমাধানের জন্য আরো দিন পাঁচেক সময় দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে।