আপাতত সমর্থকদের ক্লাবে আসতে মানা করে দিল ATK Mohun Bagan

দোর গোড়ায় ডুরান্ড কাপ। আর হাতে গোনা কয়েক দিন বাদেই মাঠে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই মুহূর্তে জোর কদমে চলছে সবুজ মেরুন ব্রিগেডের…

ATK Mohun Bagan

দোর গোড়ায় ডুরান্ড কাপ। আর হাতে গোনা কয়েক দিন বাদেই মাঠে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই মুহূর্তে জোর কদমে চলছে সবুজ মেরুন ব্রিগেডের প্রস্তুতি। এর মাঝে একটি বিরাট সিদ্ধান্তে এসেছে ক্লাব।

সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো বর্তমানে ক্লোজড ডোর প্রস্তুতি চালাতে চাইছে,তার প‍রিকল্পনা সম্পর্কে কেউ জানুক তা চাইছেননা তিনি, তাই আপাতত কয়েক দিনের জন্যে প্রস্তুতি চলাকালীন সমর্থক’দের মাঠে ঢুকতে দেওয়া বন্ধ করা হয়েছে।

আগামী ১৭ এবং ১৮ আগষ্ট,দুপর ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা এবং ১৯ শে আগষ্ট সকাল ৭ টা থেকে দুপুর ১১ টা অবধি ক্লাবের সকল গেট বন্ধ থাকবে,অর্থাৎ এই সময় ক্লোজড ডোর প্রস্তুতি চালাবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরূন ব্রিগেড।

এদিকে, অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার Dimitrios Petratos ‘কে নিয়েও চিন্তায় আছে মোহন ভক্ত’রা,যদিও সবুজ মেরুন সমর্থক’দের চিন্তার কোনও কারণ নেই, আসলে ইতিমধ্যে এই ফুটবলারের সাথে ক্লাবের চুক্তি মিটেই গেছিলো, তাই তার ভারতে আসা এবার খালি সময়ের অপেক্ষা।

এর আগে সবুজ মেরুন শিবিরের তরফে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর একটি ভিডিও বার্তায় দিমিট্রিয়স পেট্রাটস বলেছিলেন, “এই ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। নতুন ক্লাবের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ভারতে নিজের সেরাটা দিতে চাই। আশা করি, যে টুর্নামেন্টগুলোতে আমরা খেলব, তার সবকটিতেই দলকে সফল হতে সাহায্য করব। খুব তাড়াতাড়িই দেখা হবে সবার সঙ্গে”,

অস্ট্রেলিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার’কে দলে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন সবুজ মেরুন কোচ ফেরান্দো,সেই সময় তিনি বলেছিলেন, “দিমিট্রিয়স এমন একজন টিমপ্লেয়ার, যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে। ও আমাদের জায়গা তৈরি করে দিতে সাহায্য করবে, দুর্দান্ত পাস দেবে এবং গোলের সামনে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে।”