বিনা পরীক্ষায় শ্রম মন্ত্রকে চাকরির সুযোগ

শ্রম মন্ত্রকে (Ministry of Labour and Employment) চাকরি করতে চাইলে আপনার জন্য রইল সুখবর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) বিভিন্ন অফিসে…

শ্রম মন্ত্রকে (Ministry of Labour and Employment) চাকরি করতে চাইলে আপনার জন্য রইল সুখবর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) বিভিন্ন অফিসে সহকারী পরিচালক পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা epfindia.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

এছাড়াও, প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে এই পদগুলির জন্য আবেদন https://www.epfindia.gov.in/site_en/index.php পারবেন। এই নিয়োগ (EPFO Recruitment 2022) প্রক্রিয়ার অধীনে মোট ১৯টি পদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর।

   

প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত সংশ্লিষ্ট যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর। ইচ্ছুক প্রার্থীদের ইপিএফও, হেড অফিস, শ্রী মোহিত কুমার শেখর, রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (এইচআরএম), প্রভিডেন্ট ফান্ড বিল্ডিং, ১৪ ভিকাজি কামা প্লেস, নয়াদিল্লি ১১০০৬৬-তে আবেদনপত্র পাঠাতে হবে।