FIFA ban India : স্বাগত জানিয়েও ভাইচুং চেয়েছিলেন প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার

সুপ্রিম কোর্টের সোমবারের রায়কে স্বাগত জানিয়েও তিনি চেয়েছিলেন ৩৬ জন তালিকাভূক্ত প্রাক্তন ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে যেন ভোট দিতে পারে। ফিফা-র (FIFA) শর্ত…

Bhaichung Bhutia

সুপ্রিম কোর্টের সোমবারের রায়কে স্বাগত জানিয়েও তিনি চেয়েছিলেন ৩৬ জন তালিকাভূক্ত প্রাক্তন ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে যেন ভোট দিতে পারে। ফিফা-র (FIFA) শর্ত মেনে সুপ্রিম কোর্ট যা বাতিল করে দিয়েছে। ফিফা-র শর্ত মেনে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস বা সিওএ-কে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

স্বাভাবিকভাবে সিওএ-র তৈরি করা নির্বাচনের নতুন সংবিধানও বাতিল হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই হয়ত ফেডারেশনের ওপর থেকে নির্বাসন উঠে যাবে। নির্বাচনে ভোটাধিকার থাকবে ৩৬ জনের মধ্যে থেকে মাত্র ৬ জন ফুটবলারের, ৪জন পুরুষ আর ২ জন মহিলা ফুটবলারের! প্রার্থীদের আবার মনোনয়নপত্র জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

সোমবার কলকাতায় এসেছিলেন ভাইচুং। নতুন এক ফুটবল লিগ, বাংলা সকার লিগের উদ্বোধনে অংশ নিতে। তারপর ফেডারেশনের নির্বাসন ও নির্বাচনের প্রসঙ্গে তার বক্তব্য, “নির্বাসন ওঠার মত পরিস্থিতি হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি। ভারতে অনূর্ধ-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ হওয়াটা খুব প্রয়োজন। মোহনবাগানের এফসি কাপে খেলাটাও খুব প্রয়োজন। তাই নির্বাসন ওঠাটা খুব প্রয়োজন।

কিন্তু একইসঙ্গে, ফেডারেশনে প্রাক্তন ফুটবলারদের অন্তর্ভূক্তিও প্রয়োজন। গত ৭৫ বছরে আমি ফেডারেশনে কোনও ফুটবলারকে প্রেসিডেন্ট হতে দেখিনি। এমনকী কোনও রাজ্য ফুটবল সংস্থার সচিব বা প্রেসিডেন্টও হতে দেখিনি। অথচ, ফুটবলাররা দেশের জন্যই ঘাম ঝরায়। ১৯৯৫ থেকে ২০১১-এই ১৬ বছরে, আমার ফুটবল জীবনে আমি একাধিক ফুটবলার দেখেছি যারা প্রশাসক হিসেবেও সফল হতে পারতেন। এমনকী, অদূর ভবিষ্যতে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান বা গুরপ্রিত সিং সিন্ধুর মত ফুটবলারও প্রশাসনে এলে সফলই হবে।”