Mohammedan SC: উৎসবের মেজাজ মহামেডানে, বিকেলে আসছেন মুখ্যমন্ত্রী

গতবারের মতো এবারও প্রিমিয়ার ডিভিশন লিগের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)।

Mohammedan Sporting Club undergoing renovation

গতবারের মতো এবারও প্রিমিয়ার ডিভিশন লিগের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। মাঝে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও পরবর্তীতে ফের জয়ের সরনীতে ফিরেছে এই ক্লাব। তবে শুধু খেলার মাঠই নয়, তাঁবুর সৌন্দর্যের দিক থেকে ও মোহন-ইস্ট কে যথেষ্ট টেক্কা দিচ্ছে সাদা-কালো ব্রিগেড।

বলা যায়, তাদের হাত ধরেই এবার ময়দানের বুকে তৈরি হয়েছে এক টুকরো লর্ডস। অন্ধকার তাঁবু আর নয় এবার লর্ডসের ব্যালকনির ছন্দেই সেজে উঠেছে মহামেডান স্পোর্টিং ক্লাব চত্বর। বলতে গেলে পুরোনো সমস্ত কিছু বদলে গিয়ে নতুন করে সেজে উঠেছে ক্লাব তাঁবু।

আজ যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকমাস ধরেই সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেড রোডের এই ক্লাব তাঁবু। কাজ যত এগিয়েছে ততই জোড়ালো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন। অবশেষে গত কয়েকদিন আগে ক্লাবের তরফ থেকে ঘোষণা করা হয় উদ্বোধনের দিনক্ষণ। সেইমতো আজ বিকেল ৪টে নাগাদ মহামেডান স্পোর্টিং ক্লাবের এই নয়া তাঁবুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই নিয়েই চরম ব্যস্ততা সাদা-কালো শিবিরের অন্দরে। সমর্থকদের আবেগ ও উন্মাদনার কথা মাথায় রেখে বিকেল ৩টে বেজে ৩০ মিনিটেই খুলে দেওয়া হয়েছে ক্লাবের গেট। সময় এগোনোর সাথে সাথেই নিজেদের নবনির্মিত তাঁবুতে এসে ভিড় জমাতে শুরু করেছেন দলের সমর্থকরা।

তবে শুধু নয়া তাঁবু উদ্বোধন নয়। ক্লাবের অন্যতম তারকা ফুটবলার সেলিমের বিশেষ মূর্তি ও বসানো হয়েছে ক্লাবের প্রাঙ্গনে। সেটিও উদ্বোধন হয়েছে আজকে। সেলটিকে খেলার পাশাপাশি একটা সময় সাদা-কালো শিবিরে যথেষ্ট জনপ্রিয় ছিলেন এই তারকা। তাকে সম্মান জানিয়েই এবার এই নয়া পদক্ষেপ সাদা-কালো কর্তাদের।