Transfer Window: এফসি গোয়ার বিদেশি তারকাদের দিকে নজর চেন্নাইয়িনের

Transfer Window: দক্ষিণের এই ফুটবল দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ছাঁটাই করার পর থেকে আর সেরকম সাফল্যের মুখ দেখা হয়নি তাদের।

Fares Arnaout

Transfer Window: দক্ষিণের এই ফুটবল দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ছাঁটাই করার পর থেকে আর সেরকম সাফল্যের মুখ দেখা হয়নি তাদের। গত আইএসএল মরশুমে ও লিগ টেবিলের ৮ নম্বরে থেকে নিজেদের অভিযান শেষ করেছে দক্ষিণের এই দলটি।

তবে নয়া সিজনে তাদের পুরোনো কোচ পুরোনো কোচ ওয়েন কোয়েলের হাতে পুনরায় দলের দায়িত্ব তুলে দিয়ে সুদিন ফেরানোর স্বপ্ন দেখছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন দল। সেজন্য তাদের আইএসএল জয়ী কোচের পছন্দ অনুযায়ী একের পর এক তারকা বিদেশিদের সই করানোর পাশাপাশি শক্তিশালী দেশিয় ব্রিগেড নির্মানের উপর জোর দেয় ম্যানেজমেন্ট।

   

তাই এবার দলবদলের বাজার থেকে ইস্টবেঙ্গল দলের হয়ে গত বছর খেলা অন্যতম তরুণ ফুটবলার অঙ্কিত মুখার্জীকে দলে টেনে আনে চেন্নাইয়িন। পাশাপাশি দক্ষিণের অন্যান্য দল গুলি থেকে দুই প্রতিভাবান তারকা তথা প্রতীক কুমার সিং ও সাচু সিবেকে ও চূড়ান্ত করা হয় এই দলে। সেইসাথে নয়া মরশুমের কথা মাথায় রেখে সকলকে চমকে দিয়ে জর্ডান মারি ও কোনার শিল্ডের মতো তারকাদের পাশাপাশি ইতালির এক সেন্ট্রাল মিডফিল্ডারকে ও যুক্ত করা হয় এই আইএসএল জয়ী ফুটবল দলের সঙ্গে। তিনি ক্রিশ্চিয়ান বাট্টোকিও। একটা সময় নিওয়েল ফুটবল ক্লাবের অনূর্ধ্ব ২০ দল থেকে উঠে এসেছিলেন এই তারকা। পরবর্তীতে জাপানের টোকাশিমা দলের হয়েও খেলেছেন তিনি। তবে সেখানেই শেষ নয়।

এবার সেই তালিকায় উঠে আসল সিরিয়ান তারকা ফারেস আর্নাউটের নাম। পূর্বে আল জাইস দলের হয়ে খেলে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে দেশ-বিদেশের একাধিক ক্লাবে খেলেন তিনি। এমনকি গত ফুটবল মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলের হয়ে ও খেলেছেন এই তারকা ডিফেন্ডার। একটা সময় তাকে দলে টানার জন্য ইমামি ইস্টবেঙ্গল দল কথাবার্তা শুরু করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তার বদলে স্পেন ও অস্ট্রেলিয়া থেকে দুই বিদেশি ডিফেন্ডারকে এনেছে ইস্টবেঙ্গল। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে গোয়া থেকে লোনের মাধ্যমে এই তারকা বিদেশিকে দলে টানতে চাইছে চেন্নাইয়িন। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হবে ঘোষণা।