AFC অভিযান (AFC Champions League) শুরু করতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। আজ সন্ধ্যা ৭ টায় মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে মাঠে নামবে বাগান। কোন পরিকল্পনা নিয়ে দলকে মাঠে নামাবেন হুয়ান ফেরান্দ? এ ব্যাপারে মোহনবাগান ভক্তদের মধ্যে চলছে আলোচনা।
Durand Cup-এর ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো ফুটবলার উপহার দিতে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। প্রথম দলের ফুটবলারদের মাঠে নামিয়েও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে হারতে হয়েছে বাগানকে। এবার আরো বড় পরীক্ষা। AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে দল গঠন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। আজ সেই মরণ বাঁচন ম্যাচ। মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে জিততে হবে যেনতেন প্রকারে।
মোহন বাগান সুপার জায়ান্টের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে। দলের অনুশীলন নিয়ে পাওয়া গিয়েছে কিছু আপডেট। প্র্যাকটিসে তুলনামূকভাবে আগ্রাসী মনোভাবে দেখা গিয়েছে আর্মান্দ সাদিকু, জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদদের। গোল লক্ষ্য করে একাধিকবার শট নিতে দেখা গিয়েছে নতুন আসা দুই বিদেশি ফুটবলারকে। উইং বরাবর আক্রমণ তুলে আনার ক্ষেত্রে জোর দিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। সেই সঙ্গে ফুটবলারদের দুই দলে ভাগ করে খেলিয়েছেন ম্যাচ।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। সেই সঙ্গে ফিটনেস নিয়েও উঠেছিল কিছু প্রশ্ন। ডার্বির পর হাতে গোনা কয়েক দিন অতিবাহিত হয়েছে। এইটুকু সময়ের মধ্যে সবুজ মেরুন ব্রিগেড কতটা উন্নতি করেছে সেটা বোঝা যাবে আজ সন্ধ্যায়।