FC Goa: রিয়াল কাশ্মীরের এই ডিফেন্ডারকে নিতে আগ্ৰহী গোয়া

শেষ মরশুমে খুব একটা আহামরি কিছু করা সম্ভব হয়নি এফসি গোয়ার (FC Goa) পক্ষে। তবে এবার অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে প্লে-অফ। এখন মূলত টুর্নামেন্টের…

Muhammad Hammad

শেষ মরশুমে খুব একটা আহামরি কিছু করা সম্ভব হয়নি এফসি গোয়ার (FC Goa) পক্ষে। তবে এবার অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে প্লে-অফ। এখন মূলত টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের জন্য এবার লড়াই করছে এই ফুটবল দল। গত মাসে তারা পরাজিত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। এবার তাদের লড়াই এই টুর্নামেন্টের অত্যন্ত দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে।

এই ম্যাচে জয় পেলে শিল্ড জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে মানালো মার্কেজের ছেলেরা। পাশাপাশি এখন থেকেই নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট। তাদের নজরে রয়েছে আইএসএলের পাশাপাশি আই লিগের বেশকিছু ফুটবলারদের উপর।

ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে তারা লোনে নিয়েছিল বোরহা হেরেরাকে। তার উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে এসেছে মানালো মার্কেজের দল। এবার তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় ক্লাব। সেইমতো কথাবার্তাও শুরু করে দিয়েছে ক্লাব। এছাড়াও তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এই ফুটবল ক্লাব। নেমিলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে‌। তাই সব দিক বিবেচনা করেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। এবার তাদের পছন্দে রয়েছে ভারতীয় সেন্টার ব্যাক মুহাম্মদ হামাদ।

বর্তমানে আইলিগে রিয়াল কাশ্মীরের হয়ে ফুটবল খেলছেন বছর ছাব্বিশের এই তারকা। শোনা যাচ্ছে, আগামী আইএসএলের জন্য তাকেই নাকি নিতে চাইছে এফসি গোয়া। কথাবার্তা নাকি এগিয়ে ও গিয়েছে অনেকটাই দূর। তবে চর্বি বছরের মে মাস অব্দি কাশ্মীরের সঙ্গে চুক্তি থাকলেও মনে করা হচ্ছে ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে পারে গোয়া।