আরও এক বিদেশি ফুটবলারকে ছাড়ল এফসি গোয়া

আইএসএল নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেই আরও এক বিদেশি ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল FC Goa। ক্লাবের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, স্প্যানিশ মিডফিল্ডার David Timor আর গোয়া শিবিরের অংশ নন।

david timor

গতবারের মতো এবারও যথেষ্ট ছন্দে রয়েছে‌ এফসি গোয়া (FC Goa)। আগের সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য না আসলেও খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল মানোলো মার্কেজের ছেলেরা। পরবর্তীতে শক্তিশালী জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে তাঁরা জয় করেছিল কলিঙ্গ সুপার কাপ। যারফলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল দল। সেখানে জয় না আসলেও নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের এই দলের।

তবে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট পুনরায় জয় করার চ্যালেঞ্জ ছিল সকলের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে হারিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয় গোয়া। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই ধারা বজায় রাখারই লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু শেষ কয়েক মাস ধরে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। যারফলে এই দলের হয়ে খেলা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল বিদেশি ফুটবলারদের মধ্যে। এমন পরিস্থিতিতে দল ছাড়েন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ভরসাযোগ্য ফুটবলাররা।

   

তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার দল ছাড়লেন আরেক স্প্যানিশ ফুটবলার ডেভিড টিমোর‌। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁকে বিদায় জানানোর কথা ঘোষণা করে এফসি গোয়া শিবির। সেখানে এই বিদেশি ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়, ‘ ক্লাব ডেভিড টিমোরের বিদায়ের বিষয়টি নিশ্চিত করছে। গর্বের সাথে দলের জার্সি পরার জন্য এবং ক্লাবের প্রতীকের জন্য লড়াই করার জন্য আপনাকে ধন্যবাদ। মাঠে আপনার অভিজ্ঞতা ও উপস্থিতি আমরা মিস করব। ডেভিড, আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’

বলাবাহুল্য, এই নয়া সিজনের শুরুতে তাঁকে দলে টেনেছিল দেশের এই ফুটবল ক্লাব। এফসি গোয়ার হয়ে খেলেছিলেন প্রায় নয়টি ম্যাচ। যার মধ্যে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল এই বিদেশি মিডফিল্ডারের। কিন্তু এবার অন্য দলের হয়ে খেলতে দেখা যাবে এই তারকাকে‌।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন