HomeSports Newsওডিশাকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল গোয়া

ওডিশাকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল গোয়া

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দিকটা খুব একটা আহামরি ছিল না এফসি গোয়ার (FC Goa)। তবে সময় এগোনোর সাথে সাথেই নিজেদের দুরন্ত ছন্দে মেলে ধরে মানোলো মার্কুয়েজের ছেলেরা। যারফলে অনায়াসেই তাঁরা উঠে আসে পয়েন্ট টেবিলের প্রথম তিনে। ম্যাচ যত এগোয় ততই সকলকে চমকে দিতে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজরা। যারফলে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসে এই ফুটবল ক্লাব। গত ডিসেম্বরের পর এই নতুন বছরে ও বজায় থাকে সেই ধারা।

কিন্তু মাঝ পথেই ধাক্কা খেতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে‌। যারফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে আসতে হয়েছিল এফসি গোয়াকে‌। পাশাপাশি এই পরাজয় শিল্ড জয়ের থেকে ও যথেষ্ট দূরে ঠেলে দিয়েছিল আর্মান্দো সাদিকুদের। সেই হতাশাজনক পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ছিল সকলের। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার ফতোরদা স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল সন্দেশ ঝিঙ্গানরা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় লাভ করে এফসি গোয়া।

   

এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে ব্রাইসন ফার্নান্দেজ। এবং একটি আত্মঘাতী গোল করে বসেন লালথাথাংঙ্গা খাওলহরিং। অন্যদিকে, ওডিশা দলের হয়ে একটিমাত্র গোল করেন ভারতীয় তারকা রাহুল কেপি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোয়া শিবির এগিয়ে থাকায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করলেও সেরকম কিছুই করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এসবের মাঝেই ৭৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওডিশা এফসির তারকা ফুটবলার আহমেদ জাহুকে।

পরবর্তীতে আরও একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি দেজান ড্রাজিচরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে আসলো এফসি গোয়া শিবির।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular