FC Goa: পাঞ্জাবের বিপক্ষে কোনরকমে মান রাখল গোয়া

FC Goa, Punjab FC

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার নিজেদের ঘরের মাঠে মানালো মার্কেজের এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে। সেইমতো ম্যাচের শুরু থেকেই দারুন ছন্দে থেকেছে টুর্নামেন্টের এই নতুন দল। একাধিকবার গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব। কিন্তু শেষরক্ষা হলো না।

সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে এই ম্যাচ। উভয় তরফ থেকেই উঠে এসেছিল তিনটি করে গোল। যারফলে, কিছুটা হলেও হতাশ দলের সমর্থকরা। বলাবাহুল্য, টুর্নামেন্ট শুরুটা খুব একটা আরামদায়ক না থাকলেও পরবর্তীতে নিজেদের ছন্দে এনে ফেলেছিল গতবারের আই লিগ জয়ীরা।

   

তবে শুরুটা খুব একটা মধুর ছিল না। এফসি গোয়ার দাপুটে ফুটবলার কার্ল ম্যাকহিউর করা গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল মানালো মার্কেজের এফসি গোয়া। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়েছিল দল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার মরিয়া প্রচেষ্টা ছিল পাঞ্জাব দলের। ৫৪ মিনিটের মাথায় আসে গোল। তারপর থেকেই অনবদ্য ছন্দে ধরা দেয় ভার্গেটিসের ছেলেরা।

পরবর্তীতে লুকা ম্যাজেনের করা গোলে এগিয়ে যায় দল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরবর্তীতে পেনাল্টি থেকে গোল করে গোয়া দলকে সমতায় ফেরান নোয়া সাদাউ। কিন্তু তারপর ফের স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরার করা গোলে এগিয়ে যায় পাঞ্জাব দল।

কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে কার্লোস মার্টিনেসের গোলে ম্যাচে ফিরে আসে এফসি গোয়া। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন