VAR system: ভিএআর সিস্টেম নিয়ে কী বলছেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে

আইএসএল হোক কিংবা দ্বিতীয় ডিভিশন আই লিগ। রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থেকেছে সবসময়। যার দরুন রেফারির ক্ষোভের মুখে পড়তে হয়েছে সকলকে। এমনকি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের…

All India Football Federation president Kalyan Chaubey

আইএসএল হোক কিংবা দ্বিতীয় ডিভিশন আই লিগ। রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থেকেছে সবসময়। যার দরুন রেফারির ক্ষোভের মুখে পড়তে হয়েছে সকলকে। এমনকি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে শাস্তি ও পেতে হয়েছে বেশ কিছু দলকে। তবে সেই সময় একাধিকবার নয়া প্রযুক্তির (VAR system) আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ফেডারেশন।

মরশুম শেষ হয়। পরিস্থিতি যেন একই থেকে যায়। গতবারের মতো এবারের আইএসএল মরশুমেও ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে জোর বিতর্ক। বিশেষ করে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে ভুগতে হয়েছে একাধিকবার।

তবে চলতি বছরের শুরু থেকেই নয়া প্রযুক্তির প্রস্তুতির জন্য যথেষ্ট তৎপর হয়ে ওঠে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেইসাথে ভারতীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের পাশাপাশি নয়া প্রযুক্তিকে কার্যকরী করে তোলায় এখন একমাত্র লক্ষ্য তাদের।

সেই প্রসঙ্গেই এবার বিশেষ টুইট করেন কল্যান চৌবে। তিনি লেখেন, ভারতে ভিএআর এর কাজের অগ্রগতি দেখে আমি যথেষ্ট খুশি। আমরা আমাদের উন্নত রেফারিং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আরো এক ধাপ এগিয়েছি। যা নিঃসন্দেহে খুশির খবর দেশের ফুটবলপ্রেমিক মানুষদের জন্য।

যতদূর জানা গিয়েছে, আগামী ২০২৪-২৫ মরশুম থেকেই দেখা যেতে পারে এই উন্নত প্রযুক্তি। সেক্ষেত্রে কয়েক বছর মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মতো খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।