অর্শদ্বীপ সিংয়ের সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া

মানালো মার্কেজের তত্ত্বাবধানে নতুন মরশুমে সাফল্য পাওয়ার লক্ষ্য এফসি গোয়ার (FC Goa )। সেইমতো দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এই সিজনে দুরন্ত পারফরম্যান্স…

arshdeep singh Football

মানালো মার্কেজের তত্ত্বাবধানে নতুন মরশুমে সাফল্য পাওয়ার লক্ষ্য এফসি গোয়ার (FC Goa )। সেইমতো দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এই সিজনে দুরন্ত পারফরম্যান্স থাকলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের পরাজিত হতে হয় মুম্বাই দলের কাছে।

সেমির প্রথম লেগের ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় পেট্রো ক্র্যাটকির ছেলেরা। সেই ধারা বজায় রেখেই দ্বিতীয় লেগে জয় পায় রাহুল ব্রিগেড। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে বিগত কয়েক বছরের তুলনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে গোয়ার।

   

এখন নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। বোরহা হেরেরার মতো ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শোনা গেলেও গতকাল নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে দল। যাদের মধ্যে রয়েছেন ব্রান্ডন থেকে শুরু করে নোয়া সাদাউ সহ একাধিক ফুটবলার। এমনকি দলের এক গোলরক্ষককে ও বিদায় জানিয়েছে ক্লাব। বলতে গেলে নতুন সিজনের কথা মাথায় রেখে আবারো নতুন করে সেজে উঠছে গোয়া শিবির। তবে এসবের মাঝেই নিজেদের আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

হিসেব অনুযায়ী এই মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল গোয়া শিবিরের। তবে সব ঠিকঠাক থাকলে ও আগামী দুইটি মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে এফসি গোয়া। পাশাপাশি রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করার লক্ষ্যে আরো একাধিক ফুটবলারদের দলে টানার ভাবনা রয়েছে তাদের।