FC Goa: চেন্নাইয়িনের বিপক্ষে সহজ জয় গোয়ার, জোড়া গোল কার্লোসের

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ও সহজ জয় এফসি গোয়ার (FC Goa )। আজ জহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল মানলো মার্কেজের…

FC Goa Cruises to Victory Against Chennaiyin FC

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ও সহজ জয় এফসি গোয়ার (FC Goa )। আজ জহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল মানলো মার্কেজের ছেলেরা। পুরো সময় শেষে ৪-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় এফসি গোয়া। দলের হয়ে আজ জোড়া গোল করেন কার্লোস মার্টিনেজ।

এছাড়াও গোল পান বোরহা হেরেরা এবং ব্রুনো ফার্নান্দেজ। অপরদিকে, চেন্নাইয়িন এফসির হয়ে একটিমাত্র গোল করেন রহিম আলী। এই জয়ের ফলে নির্ধারিত ২২ ম্যাচের শেষে ৪৫ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আসলো এফসি গোয়া। তিনে নেমে আসলো মোহনবাগান সুপারজায়ান্টস।

আজ ম্যাচের প্রথম দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রহিম আলী। যারফলে, বাড়তি আত্মবিশ্বাস দেখা দিতে থাকে দলের ফুটবলারদের মধ্যে। সেই সুযোগকে কাজে লাগিয়েই ঘনঘন আক্রমণ শানাতে থাকে এফসি গোয়া। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় সমতায় ফেরে গোয়া দল। গোল করেন মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার বোরহা হেরেরা।

তারপর সময় যত এগিয়েছে ততই চাপ বাড়াতে থেকেছে মানালো মার্কেসের ছেলেরা। প্রথম গোলের কিছুক্ষণ পরেই পেনাল্টি আদায় করে নেয় দল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন কার্লোস মার্টিনেজ। এরপর প্রতিপক্ষ দলের তরফ থেকে রক্ষণভাগে জোর দেওয়া হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলের ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেজ।

প্রথমার্ধের শেষে ৩-১ গোলে এগিয়ে থাকে গোয়া শিবির। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িনের তরফ থেকে পাল্টা আক্রমণে জোর দেওয়া হলেও তা তা খুব একটা কাজে দেয়নি। বরং দ্বিতীয়ার্ধের শেষের দিকে আবারো ব্যবধান বাড়িয়ে দেন কার্লোস। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জর্ডান মারিদের।