Anirban Chakraborty: ইচ্ছে করেই সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকেন ‘একেনবাবু’

আদিত্য ঘোষ, কলকাতা: অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) বাংলা সিনেমা জগতে এখন এক ধ্রুবতারা। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ অথবা বাংলা নাট্যমঞ্চ সব জায়গায়তেই তাঁর অবাধ…

Anirban chakraborti eken babu

আদিত্য ঘোষ, কলকাতা: অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) বাংলা সিনেমা জগতে এখন এক ধ্রুবতারা। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ অথবা বাংলা নাট্যমঞ্চ সব জায়গায়তেই তাঁর অবাধ বিচরণ। বাংলার এক শ্রেণীর লোকেরা তাঁকে চেনে একেন নামেই। যদিও তাঁর নিজের নামটাই বেশী পছন্দ। ফোন ধরেই জিজ্ঞাসা করলাম, “কেমন আছেন একেন বাবু?” তিনি একটু গম্ভীর গলায় উত্তর দিলেন, “একেন নয় অনির্বাণ!”

প্রশ্ন জাগল তাহলে কি একেন বাবুতে তার বিরক্তি? জিজ্ঞাসা করায় সহাস্যে বলে উঠলেন, “না ভাই। এখনও একেন বাবুকে অনেক এক্সপ্লোর করা বাকি!” এটা কিন্তু বাঙালি সিনেমাপ্রেমী মানুষদের জন্য ভাল খবর। জিজ্ঞাসা করলাম, “আপনি তো সমাজের খুব সেনসেটিভ পার্ট! আপনার কাজটা কঠিন। অনেকটা সময় বিভিন্ন চরিত্র বুঝতেই সময় কেটে যায়। আর সেই সময়ের মধ্যে এই ভোটটা কীভাবে দেখছেন?” তিনি হাসিমুখে বললেন, “আমরাও আর বাকিদের মতো সাধারণ। বাকিরাও যেভাবে ভোটটা দেখেন সেভাবেই দেখছি। আমরা সেনসেটিভ ওইসব কিছু নয়। আমরাও খুবই সাধারণ।”

তাঁকে জিজ্ঞাসা করলাম, “আপনি কি তাহলে অ-রাজনৈতিক?” তিনি আবার হাসলেন। তারপরে বললেন, ” অরাজনৈতিক বলে কিছু হয় না। আমি রাজনীতির মধ্যে থেকেও সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকি। সেটা একেবারেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া।” জিজ্ঞাসা করলাম, “বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই সক্রিয় রাজনীতির অংশ। অনেকেই এবার ভোটেও লড়ছেন। আবার অনেকে একে অন্যের বিপরীতেও দাঁড়িয়েছেন। কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে কি সেই জন্য কখনও দূরত্ব থাকে?”

তিনি বললেন, “একদমই না। আমি নিজেই এমন অনেক প্রজেক্টে যুক্ত ছিলাম যেখানে দুই ভিন্ন দলের মানুষকে দেখেছি। তারা দিব্যি চুটিয়ে কাজ করেছে। কোনও দূরত্ব নেই।” আবারও জিজ্ঞাসা করলাম, “যদি কোনও দলের কোনও পরিচিত অভিনেতা বা অভিনেত্রী বন্ধু আপনাকে দলীয় প্রচারে অংশ নিতে বলে, যাবেন?” তিনি একটু থেমে বললেন, “আমি খুব সাধারণ। সেলিব্রিটি নয়। আর তাছাড়া আমি এইসব থেকে দূরেই থাকি। যারা জানে তারা জানে! তাই কেউ আমাকে বলেও দেখবে না। কথাগুলো শেষ করে হাসলেন।”

অনির্বাণ চক্রবর্তীর খুব ঘনিষ্ট মহল অনির্বাণকে বুদ্ধিজীবী বলেই বিবেচিত করে আসে বরাবর। সেটা তাঁর মঞ্চ অভিনয়ের থেকে নাকি অন্য কোনও কারণে সেটা একটু ধোঁয়াশার তবে Kolkata 24×7কে তিনি বলছেন, “রাজনীতি, ভোট, বাংলা ইন্ডাস্ট্রির এগুলোতে খুব একটা প্রভাব পড়ে না। যেমনটা গতকালও ছিল তেমনটা আজকেও। কিছুই বদলায় না, সময় ছাড়া।” কিছুদিন আগেই তিনি কাশ্মীরে শুটিং সেরে ফিরেছেন। একটি বরফে আবৃত ছবি দিয়ে লিখেছিলেন ”আমার উঠোন, আমার খেলা।” তার উঠোন তো বেশ বিস্তৃত। তিনি তো সবকিছুর মধ্যে থেকেও নীরব থাকতে পারেন।