ডিফেন্স ‘জেনারেল’কে ধরে রাখল FC Goa

fc goa contract extend with Odei Onaindia

ওডেই ওনাইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাড়িয়েছে এফসি গোয়া (FC Goa)। এফসি গোয়ার হয়ে আরও এক মরসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

গত গ্রীষ্মে মেন ইন অরেঞ্জে যোগ দেওয়া এই স্প্যানিশ সেন্টার-ব্যাক ২০২৩-২৪ মরসুম জুড়ে দলের রক্ষণভাগকে মজবুত করতে সহায়তা করেছেন। সেই সঙ্গে দলকে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে তাঁর।

   

‘সেরা ডিফেন্ডার’কে দলে নিল Chennaiyin FC

ওডেই সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে এফসি গোয়ার হয়ে ৩২ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। প্রধান কোচ মানোলো মার্কেজের অধীনে প্রায় সব ম্যাচের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। এফসি গোয়া ডুরান্ড কাপ ২০২৩ এবং আইএসএল কাপের প্লে অফের সেমিফাইনালে পৌঁছেছিল। এই মরসুমে গোয়ার পারফরম্যান্সকে খারাপ বলা যায় না। দলের এই পারফরম্যান্সের পিছনে ওডেই ওনাইন্ডিয়ার অবদান রয়েছে।

 

চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ওদেই বলেছেন, ‘এফসি গোয়ার সঙ্গে যাত্রা অব্যাহত রাখতে পেরে আমি অত্যন্ত খুশি। গত মরসুমটা দারুণ কেটেছে। সমর্থক, স্টাফ ও সতীর্থদের কাছ থেকে পাওয়া সমর্থন ছিল দুর্দান্ত।’

Mohun Bagan: বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার!

এফসি গোয়ার ফুটবল ডিরেক্টর লোকেশ ভেরওয়ানি ওডেই-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিন বলেছেন, ‘ওডেইকে দলের সঙ্গে রাখতে পেরে আমরা রোমাঞ্চিত। তার রক্ষণাত্মক দক্ষতা এবং নেতৃত্ব দলের জন্য অমূল্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন