Wrestlers Protest: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রতিবাদে দিল্লি ঘিরছেন কৃষকরা

যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি (Wrestlers) ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ সিংকে গ্রেফতারের দাবিতে গত ১০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না জারি রেখেছেন কুস্তীগিররা।

Farmers' Leaders Extend Support to Wrestlers' Strike Amid Police Reinforcement in Chanting Protests

যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি (Wrestlers) ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভুষণ সিংকে গ্রেফতারের দাবিতে গত ১০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না জারি রেখেছেন কুস্তিগিররা। রবিবার তাঁদের ধর্নাস্থলে উপস্থিত হয়ে কুস্তিগিরদের ধর্নাকে সমর্থনের ডাক কৃষক নেতাদের। যার নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা। তার আগে যন্তর মন্তরে বাড়ানো হল পুলিশের নিরাপত্তা।

সূত্রের খবর, এদিন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা যন্তর মন্তরে উপস্থিত হয়ে কুস্তিগিরদের সমর্থন জানাবেন। শুধুমাত্র তাই-ই নয়, আগামী দিনে সারা দেশজুড়ে আন্দোলন সংগঠন করতে চান তাঁরা। প্রায় এক বছর ধরে চলা দিল্লি উপকন্ঠে কৃষক আন্দোলনে শামিল হয়েছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা। রবিবার কুস্তীগিরদের ধর্না মঞ্চে তাঁদের উপস্থিতি আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছে।

ইতিমধ্যেই আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এসেছে একাধিক রাজনৈতিক দল ও অন্যান্য অ্যাথলিটরা। পুলিশ আদালতের নির্দেশ মেনে নিরপেক্ষ তদন্ত করছে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এসেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনীল ভিজ। এমনকি তিনি সরকারের সঙ্গে কুস্তীগিরদের বৈঠকের মধ্যস্থতা করতেও রাজি রয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে একই দাবিতে ধর্নায় বসতে দেখা গিয়েছিল ভিনেশ গোফাট, সাক্ষী মালিকদের। সেবার তাঁদের সঙ্গে কথা বলে ব্রিজ ভুষণ সহ একাধিক কোচদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অনুরাগ ঠাকুর। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিন মাস পর ফের ধর্নায় বসেছেন তাঁরা। একইসঙ্গে ব্রিজ ভুষণ সিংয়ের বিরুদ্ধে কন্নাট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করতে যান ভারতীয় অলিম্পিক ফেডারেশনের সভাপতি পিটি উষা। সমস্তরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু কুস্তিগিরদের বক্তব্য, যতদিন না ব্রিজ ভুষণকে শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা ধর্না জারি রাখবেন।