Rajib Ghorui: টোটো চালাতে বাধা দেওয়ার অভিযোগ মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের

ময়দানে এক সময় সুনামের সঙ্গে খেলেছেন রাজীব ঘোরুই (Rajib Ghorui)। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন ফুটবলার। টোটো চালাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। নিজের পরিস্থিতির কথা…

Former Mohun Bagan Footballer Rajib Ghorui

ময়দানে এক সময় সুনামের সঙ্গে খেলেছেন রাজীব ঘোরুই (Rajib Ghorui)। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন ফুটবলার। টোটো চালাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

নিজের পরিস্থিতির কথা জানিয়ে একটি ফেসবুক লাভ করেছিলেন রাজীব ঘোরুই। লাইভে তিনি বলেছেন, “আমার একটা টোটো চলতো। দীর্ঘ দিন ধরে ফুটবল খেলছি, কিন্তু কোথাও কোনও চাকরি পাইনি, কোনও হেল্পও নেই। টোটো চালিয়ে সংসারে টাকা আসে।”

এরপরেই নিজের সমস্যার কথা বলেছেন তিনি। রাজীবের অভিযোগ, তৃণমূলের চাপে টোটো চালাতে পারছেন না তাঁর দাদা। টোটো চলতো বরানগর বাজার টু ডানলপ। সেই টোটো রাজনৈতিক চাপে এখন চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন।

Former Mohun Bagan Footballer Rajib Ghorui

রাজীব আরও জানিয়েছেন, “আমার দাদা মিটিং, মিছিলে যেত। তারপরেও ওরা (তৃণমূল) আমাদের টোটো বসিয়ে দিচ্ছে, চালাতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার উপায় নেই। তাই ফেসবুক লাইভ করে বিষয়টা আপনাদের জানালাম।”

রাজীব ঘোরুইয়ের কথা ময়দানের ফুটবল প্রেমীরা এখনও মনে রেখেছেন নিশ্চয়ই। সবুজ মেরুন জার্সি পরে এক সময় দাপিয়ে বেরিয়েছিল মাঠে। যুব কেরিয়ারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবের সঙ্গেই যুক্ত ছিলেন। মোহনবাগান ছাড়াও সিনিয়র ফুটবলার হিসেবে খেলেছেন এরিয়ান, কেঙ্করে এফসি, জর্জ টেলিগ্রাফের মতো ক্লাবে।