ভারতীয় ক্রিকেট ভক্তরা বর্তমানে তাকিয়ে রয়েছে দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy)-এর দিকে। ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোকেশ রাহুলও (KL Rahul) নেমেছেন মাঠে। তিনি ভারত ‘এ’ দলের অংশ। এই দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল।
শ্রেয়স-পাড়িক্কল সবাই ফেল, উঠতি ভারতীয়রা বোঝালেন খেলা কাকে বলে
ভারত ‘এ’ বনাম ভারত ‘বি’ ম্যাচের তৃতীয় দিনে রাহুল যখন মাঠে প্র্যাকটিস সেশনে নেমেছিলেন, তখন সমর্থকরা তাঁকে উদ্দেশ্যে ‘আরসিবি (RCB) কা ক্যাপ্টেন’ বলে স্লোগান দিতে শুরু করেন। আইপিএলে (IPL) গত তিন মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অংশ কেএল রাহুল। কিন্তু অনেকদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছে, এবার আইপিএলে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটারকে।
মনে করা হচ্ছে যে আরসিবি আইপিএল ২০২৫ মেগা নিলামে রাহুলকে দলে নিতে পারে। শুধু তাই নয়, আসন্ন মরশুমে বেঙ্গালুরু তাঁকে অধিনায়ক হিসাবে নিয়োগ করতে পারে বলেও ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন। যদিও এখনও পর্যন্ত এলএসজি ছাড়ার বিষয়ে রাহুলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
England vs Sri Lanka: রুট-জয়সওয়ালের পর আরও একজন, আপডেট হল রেকর্ড
“RCB Captain, KL Rahul” chants going on at Chinnaswamy pic.twitter.com/Ni6Y7yXWn0
— Guru Gulab (@madaddie24) September 7, 2024
তবে এটা স্পষ্ট যে আরসিবি সমর্থকরা এখন রাহুলকে দলের পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন। আরসিবি-র হয়ে খেলার মাধ্যমে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। ২০১৩ ও ২০১৬ সালে আরসিবি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন তিনি। অন্য দিকে এলএসজি রাহুলকে এত সহজে ছাড়বে কি না সেটাও হবে দেখার বিষয়।
সম্প্রতি একটি এলএসজি ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে এলএসজির পরিবারের অংশ বলে উল্লেখ করেছিলেন। বিসিসিআই রিটেনশন পলিসি প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নেয় এখন সে দিকে তাকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অব ফ্রাঞ্চাইজি।