ইংল্যান্ড ও শ্রীলঙ্কার (England vs Sri Lanka) মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি লন্ডনের ওভালে চলছে। ম্যাচে আপাতত চালকের আসনে রয়েছে আয়োজক ইংল্যান্ড। এই টেস্ট সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়া অলি পোপ সেঞ্চুরি করে ইতিমধ্যে নতুন রেকর্ডের মালিক হয়েছেন। তাঁর সতীর্থ বাঁ-হাতি ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ৮৬ রানের (৭৯ বলে) ইনিংস উপহার দিয়েছেন দলকে। এই ইনিংসের ভিত্তিতে ডাকেট একটি বড় কীর্তিও করতে পেরেছিলেন।
মিইয়ে যেতে পারে বাংলাদেশের হুঙ্কার, বড় রেকর্ড গড়ার খুব কাছে রোহিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) তৃতীয় সংস্করণে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে হাজার রান পূর্ণ করা মাত্র ২জন ক্রিকেটার ছিলেন। এবার তৃতীয় খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছে ইংল্যান্ড দলের ওপেনার বেন ডাকেটের নামও। ডাকেট তাঁর ৮৬ রানের ইনিংসের ভিত্তিতে WTC 2023-25 এ হাজার রানের সীমা অতিক্রম করেছেন।
এখন বেন ডাকেটের নামের পাশে রয়েছে ১ হাজার ২১ রান। তাঁর আগে আগে এই কীর্তি গড়তে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ডের জো রুট ও ভারতের যশস্বী জয়সওয়াল। ১৩৮৬ রান নিয়ে এই তালিকায় এক নম্বরে রয়েছেন রুট, ১০২৮ রান নিয়ে দুই নম্বরে যশস্বী জয়সওয়াল।
ভারতের হয়ে খেলার জন্য ছটফট করছেন কিয়ান
২০২৪ সালে টেস্ট ফরম্যাট থেকে ব্যাট হাতে বেন ডাকেটের পারফরম্যান্স এখনও পর্যন্ত আশানুরূপ ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ শুরু হওয়ার আগে তিনি ১১ টি টেস্ট ম্যাচের ২০ ইনিংসে ৩৫ গড়ে মোট ৭০০ রান করেছিলেন। এই সময়ে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরির ইনিংসও খেলেছিলেন বেন ডাকেট। ডাকেট এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ২৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১৭৩৫ রান করেছেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।