সন্তোষ ট্রফিতে নজরকাড়া এই কেরলের ফুটবলার’কে দলে পেতে চাইছে ইস্টবেঙ্গল

সদ‍্য শেষ হয়েছে সন্তোষ ট্রফি,গোটা টুর্নামেন্ট জুড়ে একাধিক ফুটবলার নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন,যারা ইতিমধ্যে আইএসএলের ক্লাব গুলো’র নজরে এসেছেন। চ‍্যাম্পিয়ন কেরলের প্রতিভাবান মিডফিল্ডার টি এন নৌফালকে…

east bengal

short-samachar

সদ‍্য শেষ হয়েছে সন্তোষ ট্রফি,গোটা টুর্নামেন্ট জুড়ে একাধিক ফুটবলার নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন,যারা ইতিমধ্যে আইএসএলের ক্লাব গুলো’র নজরে এসেছেন। চ‍্যাম্পিয়ন কেরলের প্রতিভাবান মিডফিল্ডার টি এন নৌফালকে দলে পেতে আগ্রহী এস সি ইস্টবেঙ্গল (east bengal)।

   

ফুটবলার বাছাই করতে ইস্টবেঙ্গলের তরফে কেরলে হাজির ছিলেন লাল হলুদের দুই প্রাক্তনী আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে।এই দুই তারকা’র নজর কেড়েছে নৌফালের পারফরম্যান্স। এই তরুণ ফুটবলার’কে দলে পেতে চাইছে লাল হলুদ ব্রিগেড।

বছর বাইশের ফুটবলার বর্তমানে কেরলের প্রিমিয়ার লিগে বাস্কো ওত্থুকুঙ্গাল এফসির হয়ে খেলেন।শোনা যাচ্ছে এস সি ইস্টবেঙ্গলের পাশাপাশি নৌফালকে নিতে আগ্রহ দেখিয়েছে হায়দ্রাবাদ এফসিও।শেষ অবধি কোন আইএসএলের দলে ঠিকানা হয় এই ফুটবলারের এখন সেটাই দেখার বিষয়।