গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়েন্টস। নির্ধারিত সময়ের শেষে ২-২ ফলাফলে শেষ হয় ওই ম্যাচ। যা নিয়ে খুব একটা খুশি হতে পারেননি লাল-হলুদ সমর্থকরা। অন্যদিকে, প্রায় হেরে যাওয়া ম্যাচ ড্র করে আনন্দের পরিস্থিতি বাগান সমর্থকদের মধ্যে।
একইভাবে খুশির আমেজ রয়েছে বাগান ব্রিগেডের ফুটবলারদের মধ্যে। যারফলে, ম্যাচের শেষে কিছুটা স্বস্তিতেই গাড়িতে উঠতে দেখা গেল শুভাশিস বোসকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ও যথেষ্ট চনমনে থাকতে দেখা যায় তাকে। তবে ম্যাচের রেফারিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এই বাগান তারকা।
আসলে ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল লাল-হলুদ ব্রিগেড । যারফলে ম্যাচের প্রথম চার মিনিটের মাথায় গোল করে যান অজয়। তারপর যত সময় এগিয়েছে আধিপত্য বিস্তার করেছে ইস্টবেঙ্গল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় এসে গোল শোধ করে যান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তাই প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমনের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ। যার সুবাদে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এতে ২-১গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । তবে নির্ধারিত সময় শেষে হওয়ার আগেই গোল শোধ করে মান বাঁচান দিমি।
তবে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিতে ভোলেননি শুভাশিস বসু। তিনি বলেন, আমরা দুবার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছি। এটা যথেষ্ট স্বস্তিজনক। সেইসাথে দলের ফুটবলারদের ও আত্মবিশ্বাস বাড়াবে। তবে ভারতীয় ফুটবলের মান উন্নত করতে হলে রেফারিং ও যথেষ্ট উন্নত করতে হবে। আমরা দেখেছি রেফারি একাধিক সময় ভুলভ্রান্তিকর সিদ্ধান্ত জানিয়েছেন। যখন খুশি কার্ড ও দেখানো হয়েছে। সেইসাথে পেনাল্টির সিদ্ধান্ত ও ছিল একেবারে হাস্যকর। তাই রেফারিংয়ের মান উন্নয়ন প্রয়োজন।