ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে কী বললেন সাউথগেট?

Gareth Southgate resignation

গত ১৫ জুলাই শেষ হয়েছে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে শক্তিশালী ইংল্যান্ড দলকে হারিয়ে খেতাব জয় করেছে আলভারো মোরাতার স্পেন। বর্তমানে সেই নিয়ে আনন্দের আবহ স্প্যানিশদের মধ্যে। অপরদিকে, গোটা ইউরো জুড়ে দাপুটে পারফরম্যান্স থাকলেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে হ্যারিকেন দের। যা হতাশ করেছে ব্রিটিশ (England Team) ফুটবলপ্রেমীদের।

এই পরাজয়ের দরুন জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ঘন্টা কয়েক আগেই সোশ্যাল সাইটে তা জানিয়েছে ইংল্যান্ড ফুটবল দল। নিজের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে ব্রিটিশ কোচ বলেন,’একজন ইংলিশ ম্যানেজার হিসেবে ইংল্যান্ড দলের হয়ে খেলা এবং ইংল্যান্ড দলকে পরিচালনা করা আমার জন্য প্রচন্ড সম্মানের। এখানে আমার জীবনের সেরা মুহুর্ত গুলি রয়েছে। কিন্তু এবার সময় এসেছে এটি পরিবর্তন করে নতুন অধ্যায়ের সূচনা করার।’

   

যারফলে, ইউরো ফাইনালে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচ খেলিয়ে ফেলেছেন সাউথগেট। তাঁর অধীনেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ব্রিটিশ ফুটবল দল। গত ২০২১ ও ২০২৪ সালে এই কোচের তত্ত্বাবধানে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। অনবদ্য লড়াই করেও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে ইতালির কাছে পরাজিত হয়ে সেবার খেতাব হারাতে হয়েছিল ব্রিটিশদের।

সেই হতাশা ভুলে এবার সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও স্পেনের অপ্রতিরোধ্য ডিফেন্সে আটকে যেতে হয় ইংল্যান্ডকে। পাশাপাশি ফুটবল বিশ্বকাপে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রিটিশ কোচের। কিন্তু ট্রফির না পাওয়ায় আফশোস হয়ত আজীবন থাকবে সাউথগেটের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন