মাসখানেক আগে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। বলতে গেলে প্রায় এক যুগ পর জাতীয় স্তরের কোন ট্রফি এসেছে লাল-হলুদ তাঁবুতে। সেই সুবাদেই আগামী সিজনে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে ময়দানের এই প্রধান। সেই নিয়েই তোরজোড় শুরু করে দিয়েছে ক্লাব।
কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সেজন্য এবারের আইএসএলে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছে ক্লেটনদের। এবারের এই মরশুমের সুপার সিক্সে টিকে থাকতে হলে আসন্ন অধিকাংশ ম্যাচ জিততে হবে কুয়াদ্রাতের ছেলেদের। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে তাদের খেলতে হবে ওডিশার বিপক্ষে। তার আগেই দলের প্রসঙ্গে মুখ খুললেন সায়ন ব্যানার্জী।
ওডিশা ম্যাচ এর আগে সাংবাদিক বৈঠকে লাল-হলুদের হয়ে যে প্রতিনিধিত্ব করবেন এই তরুণ ফুটবলার, সে কথা আগেই জানানো হয়েছিল আমাদের তরফে। সেই মতো আজ দলের সহকারী কোচ দিমাস ডেলগাডোর সঙ্গে উপস্থিত ছিলেন এই বাঙালি ফুটবলার। প্রথমে দলের পারফরম্যান্স প্রসঙ্গে ডেলগাডো বলেন, হেড কোচ কার্লোস কুয়াদ্রাত ডাগ আউটে না থাকার কোনো প্রভাব এই ম্যাচে দেখা যাবে না। দল আগেও যেরকম লড়াই করে পয়েন্ট ছিনিয়ে এনেছে ঠিক তেমনটাই করার পরিকল্পনা থাকবে।
তাই অন্য সমস্ত কিছু দূরে ঠেলে এখন ম্যাচের দিকেই বাড়তি নজর দেওয়ার লক্ষ্য থাকবে আমাদের ছেলেদের। তারপরেই তরুন ফুটবলার সায়ন ব্যানার্জিকে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র দলে খেলতে পেরে আমি যথেষ্ট খুশি।
এবারের সিএফএলে ভালো খেলার চেষ্টা করেছি। সেইজন্যই কোচ আমাকে সিনিয়র দলে আনার সিদ্ধান্ত নেন। এখানে এসে নিজের সমস্ত ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে দলের কোচ আমাকে যথেষ্ট সাহায্য করছেন। এছাড়াও আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে অধিনায়ক ক্লেটন সিলভা সহ অন্যান্য সিনিয়র খেলোয়াড়রাও আমাকে যথেষ্ট সাহায্য করছে।