East Bengal: মোহনবাগান সচিবকে নিয়ে এবার বিষ্ফোরক দেবব্রত সরকার

টানা তিনটি মরশুমে দেওয়ালে পিঠ ঠেকে লড়াই করার পর ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal) ।

East Bengal official Debabrata Sarkar addressing the press conference

গত আটটি কলকাতা ডার্বিতে টানা জয় পেয়েছে মোহনবাগান। কাল ও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ছিল সবুজ-মেরুনের। অন্যদিকে টানা তিনটি মরশুমে দেওয়ালে পিঠ ঠেকে লড়াই করার পর ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal) । তবে দলবদলের বাজার থেকেই সকলের হট ফেভারিট ছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস।

অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা তারকা আর্মান্দো সাদিকুর মতো তারকা রয়েছে এই দলে। স্বাভাবিকভাবেই একটি দলের সঙ্গে এতগুলো হাইপ্রোফাইল নাম যুক্ত হলে বাড়তি আত্মবিশ্বাস দেখা দেবে যেকোনো ফুটবল দলের। সেই আত্মবিশ্বাস ই এবার কাল হয়ে দাঁড়াল সবুজ-মেরুনের।

আসলে ডার্বি ম্যাচের আগেরদিন টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করা কালীন পড়শি ক্লাবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেছিলেন, “ইস্টবেঙ্গল কর্তারা নয়ে নয় দেখতে চান না বলেই টিকিট নেননি। সেই কারনেই তারা ডুরান্ড কাপের মিটিং থেকে পালিয়েছেন।” এছাড়াও সেদিন প্রবল আত্মবিশ্বাসের সাথে তাকে বলতে শোনা গিয়েছিল, আমরা জানি এবারের ডার্বি ও আমরাই জিতছি। এছাড়াও লাল-হলুদ কর্মকর্তাদের তুলোধনা করে একাধিক মন্তব্য করেছিলেন দেবাশীষ দত্ত। তারই এবার যোগ্য জবাব দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি ওনার পাগলামো নিয়ে কোনো উত্তর দিতে চাই না। উনি অনেক বেশি ভাবনা চিন্তা করে বলে ফেলে কিনা আমি জানিনা। তবে আমি ভেবেছিলাম চেয়ার বদলের সাথে সাথে হয়ত ভাবনা চিন্তার বদল হবে। কিন্তু তা হয়নি। তবে আমি পাল্টা উত্তর দিয়ে নিজেকে সমকক্ষ করতে চাই না। মোহনবাগানের সভাপতি কিছু বললে তখন বলতাম। পূর্বে যারা এই চেয়ারে বসে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি। ইশ্বর যেন ওনাকে ক্ষমা করে দেন। ” লাল-হলুদ কর্তার এমন চাঁচাছোলা মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেটমাধ্যমে।