Cleiton Silva: বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পর ‘বিস্ফোরক’ ক্লেটন!

গত ফুটবল মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও লাল-হলুদ জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)।

Cleiton Silva

গত ফুটবল মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও লাল-হলুদ জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। পূর্বে বেঙ্গালুরু এফসি দলে খুব একটা সফল না হলেও ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন এই তারকা ফুটবলার। দেশিয় তারকা ফুটবলার নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে জুঁটি বেধে একের পর এক ম্যাচ থেকে সাফল্য পেয়েছে দল।

Advertisements

এছাড়াও একাধিক ম্যাচে গোল ও এসেছিল তার পা থেকে। যারফলে, একটা সময় হিরো আইএসএলে মোট ১২ টি গোল করার দরুণ সোনার বুটের অন্যতম দাবিদার হিসেবে ও উঠে এসেছিলেন ক্লেটন সিলভা। যদিও পরবর্তীকালে ওডিশা এফসির তারকা ফুটবলার দিয়াগো মরিসিওর হাতে ওঠে সেই খেতাব।

Advertisements

তবে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে বছরের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন এই ব্রাজিলিয়ান তারকা। গত ১লা আগস্ট ক্লাবের জন্মদিবসে বর্ষসেরা ফুটবলারের খেতাব তার হাতে তুলে দেওয়ার কথা থাকলেও শহরে উপস্থিত ছিলেন না ক্লেটন। যারফলে, সেটি তুলে দেওয়া হয় লাল-হলুদ দলের সহকারী কোচ ডেলগাডোর কাছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক আগেই শহরে আসার কথা থাকলেও ভিসাজনিত সমস্যার কারনে এখনো ব্রাজিল থেকে আসা সম্ভব হয়নি ক্লেটনের। যা নিয়ে হতাশ ছিল দলের সমর্থকরা। তবে এবার ভিডিওর মাধ্যমে সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন লাল-হলুদের এই গোল মেশিন।

বর্ষসেরা খেতাবের প্রসঙ্গে একটি ভিডিও করে তিনি বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমায় বর্ষসেরা ফুটবলার করে তুলেছেন। অনেক ধন্যবাদ সবাইকে। দলের কোচ স্টাফ সহ অন্যান্য সহ খেলোয়াড়দের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না। শীঘ্রই দেখা হবে।” শেষ সূত্র মারফত খবর, বহু অপেক্ষার পর এবার নাকি ভিসা পেতে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে আসন্ন ডার্বিতে আদৌ তিনি মাঠে নামতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।