আইএসএল প্রসঙ্গে মুখ খুললেন বেঙ্গালুরুর এই বিদেশি তারকা

Keziah Veendorp

গত বছর ডুরান্ডের সাফল্যের মধ্য দিয়ে ফুটবল মরশুম শুরু হলেও পরবর্তীকালে তা আর ধরে রাখা সম্ভব হয়নি বেঙ্গালুরু এফসির। পরবর্তীতে হিরো আইএসএলে বেশকিছুটা পিছিয়ে পড়লেও ফের ঘুরে দাঁড়ায় সুনীল ছেত্রীর দল। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে শক্তিশালী মুম্বাই সিটিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠলেও চূড়ান্ত সাফল্য আসেনি বেঙ্গালুরু দলের কাছে।

এটিকে মোহনবাগান দলের কাছে ট্রাইবেকারে হেরে রানার্স হয়েই থাকতে হয়েছিল সাইমনের ছেলেদের। তবে সেই হতাশা ভুলে দেশের সর্বোচ্চ কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে নিজেদের দাপুটে অভিযান চালিয়ে ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। ওডিশা এফসির কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে বেঙ্গালুরু ব্রিগেডের। তাই সমস্ত কিছু থেকে শিক্ষা নিয়ে অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দেয় বেঙ্গালুরু।

   

সেইমতো অনেক আগেই হায়দরাবাদ এফসি থেকে রোহিত দানু ও হোলিচরন নার্জারিকে ছিনিয়ে নেই বেঙ্গালুরু দল। তবে পরবর্তীতে আইএসএলের অন্যান্য দলগুলি তাদের দূর্গে ভাঙন ধরিয়ে প্রবীর দাস থেকে শুরু করে রয়কৃষ্ণা ও সন্দেশ ঝিঙ্গানদের টেনে নিলেও নিজেদের পরিকল্পনায় অবিচল থেকেছে এই আইএসএল জয়ী দল।

চলতি মাসের শুরুর দিকেই ডাচ তারকা কেজিয়া ভিনডর্পকে দলে টানে সাইমন ব্রিগেড। একটা সময় নেদারল্যান্ডসের যুব দল থেকে উঠে এসে সকলের নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীতে সেই দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখা যায় এই তারকা ফুটবলারকে। এমনকি শেষ মরশুমে এফসি এমেননের হয়ে ও খেলেছেন তিনি। তবে সেখান থেকে এই নতুন মরশুমে বেঙ্গালুরু দলে সাইন করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

অবশেষে এবার আইএসএল প্রসঙ্গে মুখ খোলেন এই বিদেশি তারকা। তিনি বলেন, পূর্বে ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে বেশিকিছু জানতাম না। তবে পরবর্তীতে কোচদের সাথে কথা বলে বুঝতে পারি, যে এটা কতটা পেশাদার একটা ফুটবল লিগ। ড্যারেন এবং কোচ সাইমনের কথা শুনে আমি যথেষ্ট অবাক হয়েছিলাম। তারপরেই আমি এখানে খেলতে সম্মতি জানাই। এবারের এই নতুন মরশুমে আইএসএল খেলার জন্য প্রচন্ড মুখিয়ে রয়েছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন