Exclusive Dipendu Biswas: ব্যক্তিগত নৈপুণ্য নয়, হংকং ম্যাচ জিততে টিমগেম চাইছেন দীপেন্দু

Exclusive Interview with Former Indian Footballer Dipendu Biswas

Exclusive Interview with Dipendu Biswas: মঙ্গলবার যুবভারতীতে এএফসি কোয়ালিফায়ারে্র গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এর মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। এফসির মূলপর্বে যেতে গেলে হংকংকে হারাতেই হবে সুনীল ছেত্রীদের।

Advertisements

এই পরিস্থিতিতে রীতিমতো সিরিয়াস স্টিমাচ বাহিনী। ভা্রতীয় দল কী এফসি মূলপর্বে খেলার সুযোগ পাবে এই নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। কারণ আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে হংকং। তাই সুনীলদের নিয়ে সতর্ক সকলেই। প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসও বেশ সতর্ক হয়ে রয়েছেন হংকং ম্যাচ নিয়ে।

হংকং নিয়ে প্রশ্ন করা হলে দীপেন্দু বলেন, ‘ হংকং ম্যাচ খুব কঠিন হবে এটুকু বলতে পারি। ভারতীয় দল দুটো ম্যাচ জিতেছে কিন্তু সেই মানের ফুটবল খেলতে পারিনি।ব্যক্তিগত দক্ষতার জন্যই ভারতীয় দল দুটো ম্যাচ জিতে গিয়েছে। ম্যাচ জিততে হলে আমাদের এখনও সুনীল ছেত্রীর দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। হংকং ম্যাচ জেতার জন্য আমি ব্যক্তিগত দক্ষতা দিকে তাকিয়ে রয়েছি। দুটো ম্যাচ দেখলে বুঝতে পারবেন কখনও সুনীলের জন্য জিতেছে, কখনও সামাদ জিতেছে। ভারতীয় দল টিম গেম খেলেছে এ কথা আমি বলতে পারিনা।’

Advertisements

এই ভারতীয় দলের ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন করা হলে বর্তমান মহামেডান কর্তা বলেন, ‘ ম্যাচ জিততে হবে। মাঠে দর্শক থাকবে সেটা কাজে লাগাতে হবে। আগে আমরা এই ম্যাচ জিতে মূলপর্বে কোয়ালিফাই করি। তারপর পরের চিন্তা করা যাবে। ম্যাচ জিততে গেলে আমাদের টিম গেম খেলতে হবে। ব্যক্তিগত নৈপুণ্যের ওপর সবসময় ভরসা রাখলে চলবে না ।একথা কোচ স্টিমাচকেও বুঝতে হবে! এই ফুটবলাররা আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছে কিন্তু ভারতীয় দলের হয়ে প্রত্যাশিত ছন্দ তুলে ধরতে পারছে না তাতে উদ্বিগ্ন প্রাক্তন ভারতীয় ফরয়ার্ড।তিনি বলেন, ‘ছেলেদের আইএসএল এর মানের খেলা খেলতে হবে। না খেলতে পারলে ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে সাফল্য পাওয়া মুশকিল।’